adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের টানা দুই জয়

স্পাের্টস ডেস্ক : ভারতের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নিল পাকিস্তান।

শারজাহয় মঙ্গলবার ১৩৫ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় পায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল দলটি।

এদিন লক্ষ্য তাড়ায় ১৪.৫ ওভারে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল পাকিস্তান। তবে অভিজ্ঞ শোয়েব মালিক ও আসিফ আলির দাপুটে ব্যাটিংয়ে সেই চাপ উড়িয়ে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

শোয়েব ও আসিফ ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৪৮ রান যোগ করেন। আসিফ আলি ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ২৭ রান করেন। শোয়েব মালিক ২০ বলে অপরাজিত ২৬ রান করেন ২ চার ও ১ ছক্কায়।

মোহাম্মদ রিজওয়ান ৩৪ বলে ৫ চারে করেছেন ৩৩ রান। কিউইদের পক্ষে ইশ সোদি ২৮ রান খরচায় ২ উইকেট নেন।

এর আগে হারিস রউফের দাপুটে বোলিংয়ে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। রউফ ৪ ওভারে ২২ রান খরচায় নেন ৪ উইকেট। ম্যাচ সেরাও তিনি।

কিউই ব্যাটারদের কেউই নিজেদের স্কোরগুলো বড় করতে পারেননি। ২৭ রান করে এসেছে ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন ২৫ রান।

আসরে কিউইদের এটিই ছিল প্রথম ম্যাচ। রবিবার ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। আর শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া