adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

Shipনিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসে পণ্যবাহী জাহাজ ধর্মঘট প্রত্যাহার করেছে মালিকেরা।
 
২ মে সোমবার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রণালয়ের সভাকক্ষে নৌমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ ঘোষণা দেন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।
 
তিনি বলেন, মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে জাহাজ চলবে। এ সময় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী সাংবাদিকদের জানান, শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো দ্রুত সময়ের মধ্যে ঠিক করবে সরকার। এ আশ্বাসে জাহাজ মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
 
তিনি বলেন, জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করতে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সবার সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো  নির্ধারণ করবে।
 
শ্রমিকদের বেতন নির্ধারণে কমিটির সুপারিশে বেতন বেশি হলে বা কমলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না- জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এটি তাদের বিষয়। কমিটি সবার সঙ্গে আলোচনা করেই বেতন ঠিক করবে। সবার সঙ্গে সমন্বয় করে বেতন কাঠামো ঠিক করা হলে আশা করি এ ধরনের সমস্যা আর থাকবে না। শ্রমিকরাও ঠকবে না।
 
ধর্মঘট প্রত্যাহার বিষয়ে সোমবার দুপুরে জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৈঠকে জাহাজ মালিকদের দাবি মনযোগ দিয়ে শোনেন মন্ত্রী। ন্যূনতম বেতন কাঠামো ঠিক করতে কমিটি গঠনের পাশাপাশি অন্যান্য দাবি নিষ্পত্তির জন্য আগামী ১২ এপ্রিল আবারও নৌপরিবহন মন্ত্রণালয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।
 
এর আগে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে নৌযানশ্রমিকেরা ২০ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন। পরে ২৬ এপ্রিল এ নিয়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে একটি সভা হয়। সেই সভায় নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের জন্য তিন শ্রেণির ন্যূনতম মজুরির ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নৌযানশ্রমিকেরা তাদের কর্মবিরতি স্থগিত করেছিলেন। কিন্তু ওই বৈঠকে মালিকপক্ষ ওই মজুরি দিতে অসম্মতি জানায়।
 
জাহাজ চলাচল বন্ধের ঘটনা ধর্মঘট ছিল কি না- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাহাজ মালিকরা বলেন, এটা ধর্মঘট ছিল না। তবে শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের সঙ্গে মালিকদের দ্বিমতের কারণে তারা জাহাজ চলাচল বন্ধ রেখেছিলেন। যা সোমবার বিকেল থেকে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে।
 
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ সংশ্লিষ্টরা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া