adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সন্তু লারমার হুংকার – পার্বত্য চুক্তি বাস্তবায়ন করুন, অন্যথায় অসহযোগ আন্দোলন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমানিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে সময় বেঁধে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আগামী ১ মে থেকে জনসংহতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
একই সঙ্গে চুক্তিপরিপন্থি জুম্মস্বার্থবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
 আজ শনিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সুন্দরবন হোটেলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সন্তু লারমা।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবাস্তবায়িত থাকায় মৌলিক প্রক্রিয়াকে অনিশ্চিতার মধ্যে ঠেলে দিয়েছে। সরকারের আলামত দেখে এটা স্পষ্ট বলা যায়, সরকার চুক্তি বাস্তবায়নে আর কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করবে না।’
সন্তু লারমা বলেন, ‘সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ ১৭ বছর অতিক্রান্ত হতে চলছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানে লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি-স্থিতিশীলতা ফিরে আসার স্বপ্ন দেখছিল এখানকার বাসিন্দারা। আশা করেছিল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিশেষ শাসন ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের শাসনতান্ত্রিক অংশীদারিত্বের প্রতিষ্ঠা পাবে। এই শাসনতান্ত্রিক অংশীদারিত্বের মাধ্যমে অঞ্চলের পাহাড়ি-বাঙালি স্থায়ী অধিবাসীদের নিজেদের উন্নয়ন নিজেরাই নির্ধারণ করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হবে। কিন্তু চুক্তি স্বাক্ষরের পর ১৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে আজ অবধি পার্বত্যবাসীর সেই শাসনতান্ত্রিক অংশীদারিত্ব যেমনি নিশ্চিত হয়নি, তেমনি অর্জিত হয়নি পার্বত্য চট্টগ্রাম সমস্যার সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান।’
 
তিনি আরো বলেন, ‘১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর ৩ বছর ৮ মাস রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালে শেখ হাসিনা সরকার চুক্তির কিছু বিষয় যেমন, চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ও তিন পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়ন; আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মস্ত্রণালয় গঠন; ভারত থেকে জুম্ম শরণার্থীদের প্রত্যাবাসন; চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি ও ভূমি কমিশন ও টাস্কফোর্স গঠন ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়ন করেছে। কিন্তু পরবর্তী সময়ে ২০০৯ সালে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রায় ৬ বছর অতিক্রান্ত হলেও কতিপয় বিষয় বা তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তর ব্যতীত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবাস্তবায়িত বিষয়সমূহ বাস্তবায়নে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।’
 
লারমা আরো বলেন, ‘সরকার একদিকে যেমন পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে তালবাহনা করে চলছে, অন্যদিকে তেমনি চুক্তি বাস্তবায়ন বিষয়ে দেশে-বিদেশে অসত্য, বিভ্রান্তমূলক ও মনগড়া বক্তব্য প্রচার করে আসছে। প্রধানমন্ত্রীসহ সরকারের অনেক মন্ত্রী-আমলা প্রচার করে আসছেন যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মোট ৭২টি ধারার মধ্যে ৪৭টি ধারা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, অবশিষ্ট ধারাগুলোর মধ্যে ১৫টি ধারা আংশিক বাস্তবায়ন হয়েছে। বাকি নয়টি ধারার বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু বাস্তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন বিষয়ে সরকারের উক্ত বক্তব্য বা প্রতিবেদন সর্বাংশ সত্য নয়।  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মূল্যায়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সর্বমোট ৭২টির মধ্যে মাত্র ২৫টি ধারা বাস্তবায়িত হয়েছে। আর অবাস্তবায়িত রয়েছে ৩৪টি ধারা এবং আংশিক বাস্তিবায়িত হয়েছে মাত্র ১৩টি। তার অর্থ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই-তৃতীয়যাংশ ধারা এখানো অবাস্তবায়িত অবস্থায় রয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রশাসনের একটি বিশেষ মহলের ছত্রছায়ায় পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউপিডিএফ নামধারী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও সংস্কারপন্থি নামে খ্যাত বিপথগামীরা অবাধে চাঁধাবাজি, অপহরণ, হত্যা ইত্যাদি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। চুক্তি স্বাক্ষরের পর এ যাবত এ চুক্তিবিরোধী ইউপিডিএফ ও সংস্কারপন্থি সন্ত্রাসীরা জনসংহতি সমিতির ৯৩ জন সদস্যসহ তিন শতাধিক লোককে হত্যা ও অসংখ্য নিরীহ লোককে অপহরণ ও নির্যাতন করেছে। সরকারের নির্লিপ্ততা তথা প্রকারান্তরে প্রত্যক্ষ মদদ দানের কারণে সংস্থারপন্থি-ইউপিডিএফ এভাবে একের পর এক সশস্ত্র সন্ত্রসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের আধিবাসীদের ও সংখ্যালঘুদের ভূমি জবরদখল ও তাদের চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করার হীন উদ্দেশ্য আদিবাসী  ও সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, নারীদের ধর্ষণ, হত্যা, অপহরণসহ নৃশংস সহিংসতা, নিপীড়র-নিযাতন বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, ‘বতমান সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির অবাস্তবায়িত মৌলিক বিষয়সমূহ বাস্তবায়নের প্রক্রিয়াকে অনিশ্চিতার মধ্যে ঠেলে দিয়েছে।’
সন্তু লারমা আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। বস্তুত দেশের সামগ্রিক কল্যাণে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাই এ চুক্তি বাস্তবায়নে সরকারের দায়িত্ব ও কর্তব্যই হচ্ছে। এ অবস্থায় আর বিলম্ব না করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সরকারের প্রতি আহবান জানাচ্ছে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। সেই সঙ্গে আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আগামী ১ মে থেকে পার্বত্য চট্রগ্রাম জনসংহতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে।’
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার এমপি, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, অ্যাডভোকেট নীলুফার বানু।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া