adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যাককালামকে সতীর্থদের বিদায়ী উপহার

2016_02_08_15_13_06_F6xnrsMDXoG4pZS2Kphx8abYQxYlzQ_originalস্পোর্টস ডেস্ক : ব্রেন্ডন ম্যাককালামকে দুর্দান্ত জয়ে বিদায় দিল নিউজিল্যান্ড। বিদায়ী ম্যাচে কিউই অধিনায়ক নিজেও বেশ ভালো খেলেছেন। সেই সুবাদে সোমবার হ্যামিল্টনে অস্ট্রেলিয়ার মতো দলকে ৫৫ রানে হারিয়ে ম্যাককালাম নিজের বিদায়টাকে স্মরণীয় করে রাখলেন। শুধু নিউজিল্যান্ড যে ম্যাচ জিতেছে তা নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানেও জিতে নিয়েছে দলটি।

প্রথম ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। তাই শেষ ম্যাচ জিতে ম্যাককালামের বিদায়ী উৎসবকে মাটি করে দিতে চেয়েছিল স্টিভেন স্মিথের দল। তবে শেষ ম্যাচে সেই কাজের কাজটি আর করতে পারেনি সফরকারির। টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া ৪৩.৪ ওভারে অলআউট হয়েছে ১৯১ রান তোলে। তাই ম্যাককালামের বিদায়টা রাজসিকভাবেই হল হ্যামিল্টনে।
মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম ও গ্র্যান্ট ইলিয়ট ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। সেই ভিত্তির উপর দাঁড়িয়েও লড়তে পারেননি মিডল অর্ডার ও টেল-এন্ডার ব্যাটসম্যানরা। শেষ ছয় ব্যাটসম্যান ফির গেছেন মাত্র ২৩ রানের মধ্যে। অবশ্য বল যতো মাঠে গড়াচ্ছিল সেডন পার্কের আউটফিল্ড ততোই স্লো হয়ে যায়। তাই এক পর্যায়ে অস্ট্রেলিয়ার বোলার-ফিল্ডাররা তাদের ঘিরে ধরেন।

ম্যাককালাম-গাপটিল জুটি ওপেনিংয়ে করেন ৮৪ রান। যার মধ্যে ৬১ বল থেকে চারটি চার ও তিনটি ছক্কার মারে ৫৯ রান করেন গাপটিল। আর মাত্র ২৭ বল থেকে ছয়টি চার ও তিনটি ছক্কার মারে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাককালাম। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে গ্র্যান্ট ইলিয়ট করেন ৫০ রান। শেষ চারজন ব্যাটসম্যান সাজঘরে ফিরেন দুই অঙ্কে পৌঁছার আগেই।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে জোস হাজলউড, জন হ্যাস্টিংস, স্কট বোলান্ড, মিচেল মার্শ ও লেগ স্পিনার জাম্পা সবাই কার্যকর ভুমিকা রাখেন। তাই চলতি বছর খেলা আট ওয়ানডের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম রানের ইনিংস। অবশ্য ম্যাককালাম টস জিতলে বোলিংই নিতেন। যদিও অসুস্থতার কারণে ট্রেন্ট বোল্ট এবং ইনজুরির কারণে মিচেল সাঁটনার বাদ পড়েন দল থেকে। তাদের জায়গায় ডগ ব্রেসওয়েল ও ইস সোদি।

ম্যাককালামের ক্যারিয়ারে এটি ছিল শেষ ইনিংস। তাই হাজলউডের প্রথম তিনটি বল সমীহ করেই খেলেন। তবে জন হোস্টিংসের বলে তিন বাউন্ডারির মারে মারমুখি হয়ে ওঠেন। এই ম্যাচে ম্যাককালাম ২০০তম ছক্কা মারতে পারতেন। তবে সেই মাইলফলকে পৌঁছার আগেই তিনি মিচেল মার্শের বলে স্কয়ার লেগে হ্যাস্টিংস ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরান। মার্শ তিনটি এবং বোলান্ড, হ্যাস্টিংস ও হাজলউড দুটি করে উইকেট নেন। 

পরে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়াও ধুকতে থাকে। দলীয় ৩৯ রানে ডেভিড ওয়ার্নার ফিরে যাওয়ার পর ১৫৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে জর্জ বেইলি আউট হওয়ার পর উইকেট পতনের গতি আরো বাড়ে। শেষ ৩৮ রানের মধ্যে বাকি পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার।

অসি ব্যাটসম্যানদের মধ্যে উসমান খাজা সর্বোচ্চ ৪৪, মিচেল মার্শ ৪১ ও জর্জ বেইলি ৩৩ রান করেন। কিউই বোলারদের মধ্যে ম্যাট হেনরি তিনটি এবং কোরি অ্যান্ডারসন ও ইস সোদি দুটি করে উইকেট নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া