adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সেরা দল হয়েই বছর শেষ করতে চলেছে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দেশকে পিছনে ফেলে বিশ্বের সেরা দল হয়েই বছর শেষ করতে চলেছে টিম ইন্ডিয়া। ওয়ানডেতে শতকরা জয়ের হার অন্য সব দেশের তুলনায় বেশি কোহলিদের। চলতি বছরে এখনও পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিরাটরা। জিতেছেন ১৪টিতে। অর্থাৎ জয়ের শতকরা হার ৭৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। চলতি বছরে ২৪টি ওয়ানডে খেলে তারা জিতেছে ১৭টিতে। শতকরা হার ৭৩.৯১।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু। তারপর ইংল্যান্ড, এশিয়া কাপ এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ৬টি ওয়ানডে সিরিজে ৫-১ ব্যবধানে হারিয়ে বিরাটদের জয়যাত্রা শুরু।

এরপর ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচে হারালেও পরের দু’টি ম্যাচ হেরে যান বিরাটরা। ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক কোহলিকে। কিন্তু তার অনুপস্থিতিতে রোহিত শর্মার অধিনায়কত্বে সপ্তমবার এশিয়া কাপ জেতে ভারতীয় দল। তাও অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আর সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এল ৩-১ ব্যবধানে সিরিজ জয়।

চলতি বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৬টি শতরানসহ ১৩৩.৫৫ গড়ে ১৪ ম্যাচে বিরাটের রান ১২০২। দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সতীর্থ রোহিত শর্মা। ১৯ ম্যাচে এই মুম্বইকারের ব্যাট থেকে এসেছে ১০৩০ রান। – আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া