adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ প্রশাসন ডাহা মিথ্যা কথা বলছে: রিজভী

rijviনিজস্ব প্রতিবেদক : সরকার যেহেতু জনগণকে তোয়াক্কা করে না তাই পুলিশ প্রশাসন ডাহা মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপি সমাবেশ করতে চায় বলে দেয়া চিঠি পুলিশ কমিশনার পায়নি বলে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়, এটা আওয়ামী লীগের বৈশিষ্ট্য ও সংস্কৃতি।’

গত শুক্রবার (৪ নভেম্বর) যথাযথ আইন মেনেই বিএনপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন বরাবর চিঠি দিয়েছিল এই বলেই রিজভী আহমেদ অনুমতি পত্রটি তুলে ধরেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘৭ নভেম্বরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মনে আতঙ্ক তৈরি করতেই কিছুক্ষণ আগে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সারোয়ার আলমকে আটক করেছে পুলিশ।’

আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, ‘আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আটক করে কোনো লাভ হবে না। অবিলম্বে মুক্তি দিন। কারণ এই অন্যায় জুলুমের পরিণতি ভাল হয় না। তাই প্রত্যাশা করি এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবেন। আমরা সমাবেশ করবো। আপনারা নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা রাখবেন। কারণ বিএনপি মনে করে এই মুহুর্তে বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করার ভয়ভীতির অপকৌশল সফল হবে না।’

৭ নভেম্বর বিএনপিকে কর্মসূচি করতে না দিলে বিএনপি কি করবে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই বলা যাচ্ছে না। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ ব্যাপারে সময় মত জানানো হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া