adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এনসিএল – শেষ দিনে সৌম্য-এনামুলের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক : প্রথম শ্রেণির ক্রিকেটে খুলনা-রাজশাহী ম্যাচে যেন সেঞ্চুরির প্রতিযোগিতা ছিল। এত সেঞ্চুরির মাঝে শেষ দিনে ছন্দে ফেরার ইঙ্গিত দিল সৌম্য সরকারের ব্যাটও। একই দিনে সেঞ্চুরির দেখা পেলেন এনামুল হক বিজয়। শেষ দিনে সৌম্য-এনামুলের সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ড্র করেছে শিরোপাধারী খুলনা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই উইকেটে ১৫৮ রানে দিন শুরু করে খুলনা। আগের দিনের সেঞ্চুরি করা তুষার ইমরান থামেন ১৫৯ রানে। তবে ২৫০ রানে তুষারের সঙ্গে জুটি ভাঙলেও প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চদশ সেঞ্চুরি তুলে নেন এনামুল। সাজঘরে ফেরার আগে ২৩৯ বলে ১৫ চারে ১১৩ রান করেন তিনি।

এনামুলের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজ এবং নুরুল হাসানের ছোট ছোট ইনিংসকে সঙ্গী করে দিন শেষে ঝড় তুলে দীর্ঘদিন পর ছন্দে ফেরা সৌম্য সরকার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২০ বলে ৭ ছক্কা ও ৮ চারে এই শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রথম শ্রেনীর ক্রিকেটে সৌম্যের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পৌঁছানোর পর রাহশাহী-খুলনার ম্যাচটি ড্র হিসেবে মেনে নেয় দুই দলের অধিনায়করা।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ২১০

রাজশাহী ১ম ইনিংস: ৫৫২

খুলনা ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৮২/২) ১২৮.৫ ওভারে ৪৬৭/৭ (রবি ০, এনামুল ১১৩, আফিফ ৬, তুষার ১৫৯, মেহেদি ২৯, সোহান ৪০, সৌম্য ১০৩, জিয়া ৪, নাহিদুল ৬*; শফিউল ১/২০, রেজা ১/৮১, দেলোয়ার ০/৪৩, তাইজুল ২/১৫৩, সানজামুল ২/১২৯, সাব্বির ০/৮, ফরহাদ ১/৩০)

ফল: ড্র

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া