adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনামকে ২-০ গােল হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের গ্রুপ পর্বে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২৩ সেপ্টেম্বর রােববার ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ চারটি ম্যাচেই জিতেছে। গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ভিয়েতনাম।

গ্রুপ পর্ব শেষে মোট আটটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এখান থেকে চারটি দল মূল পর্বে উঠবে। মূল পর্বে মোট আটটি দল অংশ নিবে। চারটি দল আগেই মূল পর্ব নিশ্চিত করে রেখেছে। আর বাছাইপর্ব থেকে চারটি দল মূল পর্বে উঠবে। থাইল্যান্ডে মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের সেপ্টেম্বরে।

এর আগে বাহরাইনকে ১০-০ গোলে, লেবাননকে ৮-০ গোলে ও লেবাননকে ৭-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। ভিয়েতনাম এর আগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পায়। তারা সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে, বাহরাইনকে ১৪-০ গোলে ও লেবাননকে ৭-০ গোলে হারায়।

টুর্নামেন্টে চার ম্যাচ খেলে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। চার ম্যাচে মোট ২৭টি গোল করেছে বাংলাদেশ। ভিয়েতনাম গোল করেছে ২৫টি। আর গোল হজম করেছে দুইটি। ‘এফ’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া