adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘খালেদাকে গ্রেপ্তার নিয়ে সরকার কোনো চাপে নেই’

khaleda-nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার নিয়ে সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করার সরকারের ব্যর্থতা নয় বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী এটা বাস্তবায়ন করবে। তারা যখন প্রয়োজন মনে করবেন তখনই গ্রেপ্তার করবেন। এখানে সরকার কোনো চাপে নেই। আর গ্রেপ্তার না করাটাও সরকারের কোনো ব্যর্থতা নয়।’
খালেদা জিয়াকে গ্রেপ্তারে সরকারের পতন তরান্বিত হবে বিএনপির এমন বিবৃতিতে তাকে গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাপুরুষোচিত বিবৃতির কোনো মন্তব্য করতে চাই না। যারা বিবৃতি দেন তাদের দেখা যায়। তবে এখন দেখছি বিএনপি বিবৃতি দিয়ে হারিয়ে যায়। তাদের খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ও বাংলার জনগণ ছাড়া আর কাউকে ভয় পায় না।’
নাসিম আরো বলেন, ‘আমরা বিএনপির জ্বালাওপোড়াও এবং সহিংসতা বন্ধে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি সহিংসতা দিয়ে কখনো ক্ষমতায় যাওয়া যায় না। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের রায়কে বিশ্বাস করি। অপর দিকে হরতাল অবরোধ দাবি আদায়ের পথ, এতে সহিংসতা করে সেই পথকে নষ্ট করছে বিএনপি।’
যৌথসভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যকরী সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া