adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দায় ওবায়দুল কাদের, বিচার করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ার আদালতে হামলার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হামলাকারীদেরকে খুঁজে খুঁজে বিচার করা হবে।

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে জ্যাম সিনেমার মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আগের দিন কুষ্টিয়া আদালতে মানহানির মামলায় জামিন চাইতে যান মাহমুদুর রহমান। সেখানে আদালত কক্ষ ঘেরাও করে রেখে মাহমুদুরের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এর আগে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও কুষ্টিয়ায় গিয়ে হামলার শিকার হয়েছিলেন।

কাদের বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। রাজনীতি ও সাংবাদিকতায় যে কারো ভিন্নমত থাকতে পারে৷ আমরা এ ধরনের হামলার সমর্থন করি না।’

‘ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে-টেলিভিশন টকশো আছে, যে যেমন চাইছে বলছেন। এর জন্য কারও ওপর শারীরিকভাবে হামলা করতে হবে এ রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও করেনি আগামীতেও করবে না।’

এই ঘটনার বিচারের আশ্বাস দিয়ে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর হামলায় জড়িতদের বিচার হওয়া উচিত। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

‘কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিপি’র সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি।’

কারও নির্দেশনায় এ হামলা হয়নি সেটা নিশ্চিত করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।’

হামলাকারীদের ‘ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে কাদের বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী।’

‘ছাত্রলীগের কারা বিপাকে ফেলতে চায় তা খোঁজা হচ্ছে’-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে বাড়াবাড়ি না করতে সতর্ক করার পরদিনই রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা নিয়েও কাদেরকে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

জবাবে আওয়ামী লীগ নেতা বলেন, ‘কোনো মানববন্ধন কিংবা মিছিলে কি হামলা হয়েছে? হয়নি। রাজশাহী-চট্টগ্রামে কি কোনো হামলার ঘটনা ঘটেছে? ঘটেনি। ঢাকায়ও এমন কিছু হয়নি। যেটা হয়েছে রাস্তায়।’

‘তারপরও বলব, ওই বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে। কাজ শুরু হয়েছে, কারা সরকারকে বিপাকে ফেলতে চায়।’

বিএনপি অশুভ তৎপরতায়-

রাজশাহীতে বিএনপির নির্বাচনী পথসভায় বোমা হামলার বিষয়ে দলের দুই নেতার ফাঁস হওয়ার কথোপকথন নিয়েও কথা বলেন কাদের।

গত ১৭ জুলাই এই হামলার পর বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করলে পরে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর মধ্যে টেলিফোনালাপ প্রকাশের পর ঘটনার মোড় ঘুরে যায়।

মন্টু টিপুকে জানান, ভাইয়ার (তারেক রহমান) কাছে ক্রেডিট নিতে তারা নিজেরা এই কাজ করেছেন। এরই মধ্যে মন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে আর তিনি দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে রাজশাহীর পুলিশ কমিশনার।

কাদের বলেন, রাজশাহীতে ককটেল হামলা বিএনপি তাদের দুই নেতার ফোনালাপ ফাঁসের পর এড়াতে পারেনি। এরপর সিলেটে কামরানের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা। আমি বলবো তার অশুভ তৎপরতায় লিপ্ত।’

‘এগুলোর দায় বিএনপি কীভাবে স্বীকার করে সেটা দেখার বিষয়। আমরা তো কুষ্টিয়ার ঘটনায় দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। আর বিএনপি সাফাই গেয়েছে।’

বিএনপি অপরাধ করলে কখনও স্বীকার করে না বলে মন্তব্য করে কাদের বলেন, ‘সিলেটে নৌকার প্রতিপক্ষ ধানের শীষ, তাহলে বিএনপি না দিলে কে আগুন দিল? এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন তা শোনার অপেক্ষায় থাকব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া