adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন – এমপির গ্রেফতার চেয়ে বিক্ষোভের ডাক

bappy_poribortonডেস্ক রিপাের্ট : গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনার অন্যতম আসামি সংসদ সদস্য আবুল কালাম আজাদের গ্রেফতারসহ ১০ দফা দাবিতে রংপুর ও রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আদিবাসী পরিষদ। আগামী ১৫ জানুয়ারি রংপুরে ও ১৭ জানুয়ারি রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি শনিবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

সম্মেলনে বলা হয়, গতবছর ৬ নভেম্বর সাঁওতালদের ওপর যে তাণ্ডব চালানো হয়েছিল তার দুইমাস অতিবাহিত হওয়ার পরও মূল হোতা স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও সাপমারা ইউনিয়নের চেয়ারম্যানসহ অপরাধীদের গ্রেফতার করা হয়নি। উল্টো সাঁওতাল ও গরিব বাঙালি কৃষকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। স্কুল পুড়িয়ে দেওয়ায় ছেলেমেয়েদের লেখাপড়া পুরোপুরি বন্ধ রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেফতার না করে সাঁওতালদের বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে।

আদিবাসী নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ নভেম্বর ও ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে দেখা করে ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। তিনি সংকট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, সহ-সভাপতি ফিলিমন বাস্কে, সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক সুভাসচন্দ্র হেমভ্রেন সিপিবি নেতা শাহাদত হোসেন, ওয়ার্কাস পার্টি নেতা নজরুল ইসলাম হক্কানী, জাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস প্রমুখ।

সংবাদ সন্মেলনে ওই দিন পুলিশের গুলিতে নিহতদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া