adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী – তিস্তা নিয়ে সমাধানে পৌঁছাতে অপেক্ষা করুন

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গ সফরের পর তিস্তা নিয়ে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, এ নিযে দুই দেশের যৌথ নদী কমিশন আছে, তারা আলোচনা করছে। এই সফরের উদ্দেশ্য তিস্তা চুক্তি ছিল না। তবে এ নিয়ে অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।

গত ২৫ ও ২৬ মে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন এবং পরদিন চুরুলিয়ায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দিয়ে সম্মানসূচক ডি লিট ডিগ্রি পান।

এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এই সফর নিয়ে বুধবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এখানে গণমাধ্যমকর্মীরা তাকে নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেন। এর মধ্যে তিনটি প্রশ্নই ছিল তিস্তা নিয়ে আলোচনা প্রসঙ্গে।

একজন সাংবাদিক জানতে চান মোদি ও মমতার সঙ্গে তিস্তা নিয়ে কী কথা হয়েছে।

জবাবে শেখ হাসিনা বলেন, ‘দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে। তবে যেখানে আমি গিয়েছিলাম বাংলাদেশ ভবন উদ্বোধন করতে ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে।’

‘দুই দেশের যৌথ নদী কমিশন আছে, তারা আলাপ আলোচনা করছে।’

তিস্তা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদির আশ্বাসের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কথা দিয়েছে, কথা যখন দিয়েছে অপেক্ষা করুন।’

পরে প্রধানমন্ত্রী আবার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। আপনারা সেখানেই থাকেন।’

বর্তমান সরকারের আমলে তিস্তা চুক্তি করার বিষয়ে মোদির আশ্বাসে আস্থা রাখছেন কি না-এমন প্রশ্নও ছিল সংবাদ সম্মেলনে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কারও ওপর কোনো ভরসা করে চলি না। আমার পানির ব্যবস্থা আমাকেই করতে হবে।’

‘আমি নদীর ড্রেজিং করছি, জলাধার তৈরি করছি। পানি যেন আপতকালীন সময়ের জন্য থাকে থাকে তার জন্য ব্যবস্থা করছি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে মমতার বিকল্প প্রস্তাব ভারত সরকার বিবেচনা করছে। এই বিকল্প প্রস্তাব গ্রহণযোগ্য কি না-এমন প্রশ্নও ছিল প্রধানমন্ত্রীর কাছে।

জবাবে আসে, ‘সব কথা এখন জানার দরকার নেই। এটা ভারতের বিষয়। সেটা তাদের কাছে জানতে চান। আমার কাছে নয়।’

তিস্তা চুক্তি করতে না পারা নিয়ে বিএনপির সমালোচনা বিষয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে তারা তিস্তার পানি পানি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গঙ্গার পানি বণ্টন নিয়ে। খালেদা জিয়া যখন ভারতে গেলে, ফিরে এসে কী বলেছিলেন তা মনে আছে? তিনি বলেছিলেন, ‘ও গঙ্গার পানিচুক্তি? আমি ভুলেই গিয়েছিলাম।’

‘বিএনপির নেতাদের কি মনে আছে ওনাদের নেত্রী গঙ্গার পানি চাইতে ভুলে গিয়েছিলেন?’

তিস্তা নিয়ে আবারও একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তা নিয়ে আলোচনা করতে যাইনি। সে আলোচনার জন্য জেআরসি (যৌথ নদী কমিশন) আছ। তারা কথা বলছে।’

প্রধানমন্ত্রী তিস্তা ব্যারাজ নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রাখেন। বলেন, ‘আপনি করলেন কিসের জন্য? আপনি জানতেন না এখানে ব্যারাজ করলে পানির সমস্যা হবে?’

‘তিস্তা ব্যারাজ তো আমরা নিজেরা করেছি। এখন নিজেরা ব্যারাজে পানি আসে না, পানি আসে না বলে বিপদে পড়ে চিল্লাচ্ছেন কেন?’

‘তারা (ভারত) কথা দিয়েছে, কথা যখন দিয়েছে অপেক্ষা করেন।’

তবে পানি নিয়ে সরকার নিজেরাই ব্যবস্থা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন,‘ সেই পানি না এলে চলবে না, সেটা না। নিজেরা ড্রেজিং করছি।’

‘ব্রহ্মপুত্র নদ, ধরলা নদী, তিস্তা নদী থেকে শুরু করে কুশিয়ারা, মেঘনা, যমুনা, সবগুলো যেন ড্রেজিং হয়, তার ব্যবস্থা করছি। যার ফলে আমাদের পানির সমস্যা নিজেরা যেন সমাধান করতে পারি, তার ব্যবস্থা নিচ্ছি।’

কয়েক হাজার পুকুর খনন করা এবং খালগুলো নতুন করে কাটার কথাও বলেন শেখ হাসিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া