adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেএসসির পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

জেএসসির হলে উত্ত্যক্ত, এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ডডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদায় কেন্দ্রে গিয়ে জেএসসির এক পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে এসএসসির এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান দামুড়হুদা মডেল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদি হাসানকে ২৫ দিনের কারাদণ্ড দেন। মেহেদি চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের পুরাতন বাজার পাড়ার মৃত রফিকের ছেলে।
জানা গেছে, সকালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিতে হলে যাওয়ার সময় ওই পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করতে করতে স্কুল ভবনে ঢুকে পড়ে মেহেদি। ওই ছাত্রী বিষয়টি কেন্দ্র সচিব দামুড়হুদা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে জানায়।
মেহেদিকে আটক করে ইউএনওকে বিষয়টি জানান নজরুল ইসলাম। ইউএনও পরীক্ষা কেন্দ্রে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা বিকাশ কুমার সাহা, কেন্দ্র সচিব নজরুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিব শাহজাহান আলী ও দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আবু জাহের ভূঁইয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া