adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিগ কাপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে থাকবে ৮ হাজার দর্শক

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ সরকার বড় পরিসরে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করেছে। তারই অংশ হিসেবে চলতি মাসে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যে হতে যাওয়া লিগ কাপের ফাইনালে স্টেডিয়ামে আট হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। ভবিষ্যতে মাঠে দর্শক ফেরানো সম্ভব হতে পারে ভেবেই তখন ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল।টটেনহ্যাম ও সিটি সমর্থকদের পাশাপাশি ম্যাচের টিকেট কিনতে পারবেন স্টেডিয়ামের পাশের স্থানীয় বাসিন্দাগণ ও জাতীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ফেরানোর এই প্রক্রিয়া চলবে মোট নয়টি ইভেন্টে। এর মধ্যে আছে এফএ কাপের ফাইনাল ও একটি সেমি-ফাইনাল।
এফএ কাপে আগামী ১৮ এপ্রিল লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের মধ্যে সেমি-ফাইনালে মাঠে চার হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবে। আর আগামী ১৫ মে প্রতিযোগিতাটির ফাইনাল মাঠে বসে দেখতে পারবে ২১ হাজার দর্শক। দুটি ম্যাচই হবে ওয়েস্বলিতে। – বিডিনিউজ গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া