adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিপিএল শুক্রবার শুরু – তামিম ইকবাল আবাহনীর অধিনায়ক

TAMIMক্রীড়া প্রতিবেদক : আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এ লিগকে সামনে রেখে ২০ এপ্রিল বুধবার আবাহনী তাদের ক্লাব প্রাঙ্গনে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবালকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দেন আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস।

ধানমন্ডিস্থ আবাহনী লিমিটেডের কার্যালয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাহনী ক্লাবের ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস, শেখ বসির আল মামুন, গাজী আশরাফ হোসেন লিপু, কে এম আলমগীর হোসেন ও কাজি এনাম আহমেদ।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান,  নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল বুলু ও আবাহনী ক্লাবের এ মৌসুমের কোচ খালেদ মাহমুদ সুজনসহ অন্যান্য কর্মকর্তারা।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবালকে আবাহনী ক্লাবের অধিনায়ক ঘোষণা করে জালাল ইউনুস বলেন, ‘আজকে আবাহনী ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমি আমাদের দলের অধিনায়ক হিসাবে তামিম ইকবালের নাম ঘোষণা করছি।’

সর্বশেষ ২০১০-১১ মৌসুমে শিরোপা জয় করেছিল আবাহনী। এরপর চারটি মৌসুম আর শিরোপা জিততে পারেনি  আকাশী-হলুদ জার্সিধারীরা। তাই এবার দলটি শিরোপা জিততে শক্তিশালী দল গড়ছে। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ইনশাল্লাহ আমাদের দল ভালো হয়েছে। আমরা চার বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারি নাই। এবার ভালো দল গড়তে পেরেছি। আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমাদের দলে জাতীয় দলের বেশকিছু খেলোয়াড় আছে। কিছু জুনিয়র খেলোয়াড় আছে, কিছু উদীয়মান খেলোয়াড় আছে। তারা যদি তাদের মত পারফরম করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব।’

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই মাঠে নামবে তামিম ইকবালের আবাহনী।  ফতুল্লায় তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া