adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের কানাইঘাটে পাথর তুলতে গিয়ে পাঁচ ছাত্রসহ নিহত ৬

5ডেস্ক রিপাের্ট : সিলেটের কানাইঘাটে পাথর তুলতে গিয়ে পাহাড়ধসে পাঁচ ছাত্রসহ ছয় জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত দুজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে লোভাছড়া পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ  (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বাংলা টিলার ওই এলাকাটি দুর্গম। বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর উত্তোলন চলছিল। এ সময় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন চাপা পড়ে। এদের মধ্যে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে চার জন মাদ্রাসার ছাত্র ও একজন স্কুলছাত্র। অন্যজন শ্রমিক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। এতে ছয় মারা গেছেন। এদের মধ্যে পাঁচ জন ছাত্র।

নাহিদ ও সাকিলের বাবা আলমাস মিয়া জানান, তাদের এলাকায় ওয়াজ মাহফিলকে সামনে রেখে টাকা সংগ্রহের জন্য সবাইকে ফাঁকি দিয়ে শিশুরা পাথর তুলতে যায়। তখন এই দুর্ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া সুলতানা। তিনি উদ্ধার তৎপরতা তদারকি করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া