adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত মহাসাগরে ১২০টি বিদেশি যুদ্ধজাহাজ ঘাঁটি গেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আধিপত্য বাড়াতে ভারত মহাসাগরে নানা দেশের যুদ্ধজাহাজ ঘাঁটি গেড়েছে। এ বিস্তীর্ণ জলসীমায় যুদ্ধজাহাজগুলির অবস্থান ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। দুঃচিন্তা বাড়িয়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে।

শুক্রবার জেনারেল রাওয়াত বলেছেন, ভারত মহাসাগরে ১২০টিরও বেশি বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি এবং ভবিষ্যতে তাদের মধ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে কৌশলগত ঘাঁটিগুলি দখলের প্রতিযোগিতা থেকে এটা পরিষ্কার যে, এই অঞ্চলের ওপর গোটা বিশ্বের নজর পড়ছে শুধু তাই নয়, ওই এলাকার দখল নেওয়ার ব্যাপারেও তাদের আগ্রহ ক্রমবর্ধমান।

গ্লোবাল ডায়লগ সিকিউরিটি সামিটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই অঞ্চলের বেশিরভাগ দেশই অর্থনৈতিক স্বার্থে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চাইছে। তৈরি করা হচ্ছে বিভিন্ন পরিকাঠামোও। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে প্রায় সমস্ত দেশ নিজেদের উন্নয়নের স্বার্থে একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে। তাই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিস্থিতি অনুধাবন করে সেখানকার বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরের নানা জায়গায় ১২০টির বেশি রণতরী মোতায়েন করেছে বিভিন্ন দেশ।

তিনি বলেন, গত কয়েক বছরে চীনের অর্থনীতি ও সামরিক শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চীনের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা দেখে প্রস্তুতি নিয়েছে অন্যরাও। তাই ভারত সহ অনেক দেশ বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরে শতাধিক রণতরী মোতায়েন করেছে। ভারত মহাসাগরে রণতরী মোতায়েন করার বিষয়টিকে সহজভাবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই ঘটনাকে যুদ্ধের প্রস্তুতি বলেই মনে করছেন অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া