adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজতন্ত্র পতনের জন্য সৌদিতে বিক্ষোভ করলো নিমরের অনুশারিরা

nimr_98004 আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ নিমর বাকির আন-নিমরকে ফাঁসির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। শুক্রবারও আওয়ামিয়াহ শহরে বিক্ষুব্ধ জনতা সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছে। তারা সৌদ রাজবংশের পতন চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশের পাশাপাশি পাশ্চাত্যেও ব্যাপক প্রতিবাদ হচ্ছে।

আওয়ামিয়াহ শহরে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের পরনে ছিল কালো পোশাক। প্রিয় নেতা শেইখ নিমরকে হারিয়ে তারা যে কতটা শোকাচ্ছন্ন, তা তাদের পোশাক ও বক্তব্যে ছিল স্পষ্ট। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে একজন বিক্ষোভকারী বলেছেন, আওয়ামিয়াহ শহরের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। কারণ সবাই জানে শেইখ নিমর ছিলেন শান্তিকামী।  

সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশের পাশাপাশি পাশ্চাত্যেও ব্যাপক প্রতিবাদ হচ্ছে। গতকাল জার্মানির ফ্রাঙ্কফুর্টে সৌদি কনস্যুলেটের সামনে শত শত মানুষ শেইখ নিমরকে হত্যার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। তারা মানবতাবিরোধী তৎপরতা বন্ধ করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।   শেখ নিমরের ফাঁসির প্রতিবাদে সুইজারল্যান্ডের রাজধানী বার্নেও সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সৌদি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। বিক্ষোভকারীরা সৌদি অপরাধযজ্ঞ বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করেছেন।

বিক্ষোভ হয়েছে কানাডাতেও। রাজধানী ওটোয়াসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন ন্যায়কামী জনতা। রাজধানী ওটোয়ায় পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা সৌদি সরকারের বিরুদ্ধে ব্যব্স্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা আন্তর্জাতিক চাপ বৃদ্ধির কথাও বলেছেন তারা।   

গত ২ জানুয়ারি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ নিমর বাকির আন-নিমরসহ ৪৭ জনের ফাঁসি কার্যকর করার ঘোষণা দেয়। এরপর থেকেই ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ইরানি জনগণ অন্যায়ের প্রতিবাদ করার কারণে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি সরকার।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া