adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এস-৩০০ সরবরাহ সংক্রান্ত সমঝোতা পত্র সই

8ca53b7d045010fd3e9645941c23eeb5_XLআন্তর্জাতিক ডেস্ক : ইরানকে  এস-৩০০ পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা পত্র বা এমওইউ সই করেছে তেহরান-মস্কো।  রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কর্পোরেশন বা এফএসভিটিএস’এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
 
নতুন এ চুক্তিতে এস-৩০০ সরবরাহের সময়সীমা সুনির্দিষ্ট করা হয় নি। একই সঙ্গে কয়টি এস-৩০০ সরবরাহ করা হবে বা সরবরাহকৃত এস-৩০০’এর দাম কতো হবে তাও ঠিক করা হয় নি বলে জানানো হয়েছে। অবশ্য এ ব্যাপারে তেহরান এখনো কিছু বলে নি।
 
এদিকে, চলতি মাসের ১৮ তারিখে ইরানের প্রতিরামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেকান বলেছেন, রাশিয়া থেকে এস-৩০০’এর উন্নত সংস্করণ পাবে তেহরান। রুশ নির্মিত এ পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা সত্বরই সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
 
২০১০ সালে পাশ্চাত্যের চাপের মুখে ইরানের কাছে এস-৩০০ বিক্রির বিরুদ্ধে বিধি-নিষেধ আরোপ করেছিল মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৩ এপ্রিল ডিক্রি জারি করে ইরানের কাছে এস-৩০০ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।
 
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতার পরই এ ডিক্রি জারি করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া