adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখবেন যেভাবে

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশের তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আজ। সব কিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার মহাকাশে পাড়ি দিতে চলেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এরই মধ্যে কেনেডি স্পেস সেন্টার টুইটার এক বার্তায় এই উৎক্ষেপণের সাক্ষী হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। এ জন্য কেনেডি স্পেস সেন্টারের পক্ষ থেকে ভিজিটর কমপ্লেক্সে

দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

আগ্রহীরা সারা দিনের জন্য টিকেট কেটে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে প্রায় ৩ দশমিক ৯ মাইল দূরে অ্যাপোলো/স্যাটার্ন ভি সেন্টার এবং প্রায় সাড়ে ৭ মাইল দূরে মূল ভিজিটর কমপ্লেক্স থেকে এই উৎক্ষেপণ দেখার সুযোগ পাবেন।

 

https://twitter.com/ExploreSpaceKSC/status/993582224393015299/photo/1?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2F

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি সংস্থা ‘স্পেসএক্স’ ১০ মে ফ্লোরিডার স্থানীয় সময় বিকাল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের সময় ঠিক করেছে।

“>

এক বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, প্রথমবারের মতো ফ্যালকন-৯ রকেট বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটের পথে ছুটবে। জানা যায়, স্পেস-এক্স এবারই প্রথম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে তাদের ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ সংস্করণ ব্যবহার করতে যাচ্ছে। এর আগে গত ৪ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নতুন এই রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়।

এদিকে, উৎক্ষেপণের সময় অনুযায়ী বাংলাদেশে ১১ মে রাত ২টা ১২ মিনিট থেকে ভোর ৪ টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূর্তটি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব স্যাটেলাইট টিভি এবং অনলাইন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলাতেও সরাসরি সম্প্রচারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া