adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০ শিরোপা জিততে চায় সাকিবরা

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচেই আফগান জুজু কাটিয়ে বেশ খোশ মেজাজে সাকিবসেনারা। গত পাঁচ বছরে টি-২০ ক্রিকেটে যাদের বিরুদ্ধে জয়ের দেখা পায়নি বাংলাদেশ, সেই আফগানিস্তান কিনা গত শনিবার হালে পানি পেলো না। ম্যাচটি হেরে যাওয়ায় সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ পেলো অবিস্মরণীয় জয়। এখানেই যেনো থেমে থাকতে চায় না লাল-সবুজ দলের ওরা ১১ জন। আজ অনুশীলনে নামার আগে রশিদ খানের একহাত নিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। বললেন, আমার সেনারা যেনো ওকেই (রশিদ) ভয় পাচ্ছিলো। লিগ পর্বের শেষ ম্যাচে ভয়ার্ত রশিদকে খেলেই জয়ের পথ পরিস্কার করেছি। ইনজুরি কাটিয়ে যদি রশিদ ফাইনালে মাঠে নামে, ইনশাল্লাহ সবাই নির্ভয়ে ওর স্পিনে ব্যাট চালাবে।

সাকিব দৃঢ়তার সঙ্গেই বললেন, ফাইনাল ম্যাচ যে করেই হোক জিততে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের জড়তা কাটিয়ে উঠেছি। ফাইনাল ম্যাচে আমরা সবাই দুর্দান্ত পারফরমেন্স করার অপেক্ষায়।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ফাইনাল নিয়ে চিন্তিত কোচ রাসেল ডোমিঙ্গো। যে কারণে গত দুই দিনে ক্রিকেটারদের সঙ্গে কয়েক দফা আলোচেনা করেছেন। অনেক পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তিনি। আফগানদের বিরুদ্ধে শুধু স্পিন নির্ভর একাদশ নয়, চারজন পেসারও খেলাতে চান ফাইনালে।

সোমবার ডোমিঙ্গো সাংবাদিকদের বলেছেন, প্রতিটি ম্যাচের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়াটা ভালো লক্ষণ নয়। তাই এদিকে নজর দিতে হবে। তিনি বলেন, ইনিংসের শুরুতে উইকেট ধরে রেখে খেলতে হবে। পাওয়াপ্লেতে যতো বেশি পারা যায় রান তুলতে হবে। তাহলেই দলের স্কোরও বড় হবে। কোচ বলেন, প্রায়ই দেখা যাচ্ছে পাওয়ারপ্লের ৬ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলছি। এরপর ১০ ওভারের মধ্যে আরও পিছিয়ে পড়ছি। তাই আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। প্রথম ১০ ওভারের মধ্যে যত সম্ভব কম উইকেট হারিয়ে, পরে রান বাড়ানোর দিকে নজর দিতে হবে। এর ব্যত্যয় হলে ফাইনালে আফগানদের হারানো যাবে না।

তিনি আরো বলেছেন, শিরোপা জিততে হলে অবশ্যই আমাদের ভালো খেলতে হবে, সামর্থ্যরে সেরাটা ঢেলে দিতে হবে। আমরা ৬০-৭০ ভাগ খেললেই জিতে যাবো এমনটা ভাবার কারণ নেই। তবে আফগানিস্তানকে যদি তাদের ৬০-৭০ ভাগের মধ্যে আটকে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া