adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের উদ্দেশে মির্জা ফকরুল – আলােচনায় বসলেই সব দাবি মানতে হবে এমন নয়

নিজস্ব প্রতিবেদক : সরকাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দাবি মানতে হবে এমন নয়, আগে আলোচনায় বসুন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, যেখানে বিরোধী পক্ষের সবাইকে গ্রেফতার করা হচ্ছে সেখানে কাদের নিয়ে নির্বাচন করা হবে? এসময় তিনি বলেন, বর্তমান সরকার মুখে গণতন্ত্র এবং মানবতার কথা বললেও বাস্তবে তাদের স্বৈরাচারী মনবৃত্তির বহিঃপ্রকাশ।
নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে আগামী নির্বাচনের দাবী জানান বিএনপি এই নেতা।

সকল গণতান্ত্রিক শক্তিকে জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসন করে নির্বাচনেরর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবেনা। মেরুদন্ডবিহীন নির্বাচন কমিশন তৈরী করা হয়েছে।
তিনি বলেন, মুক্ত গণমাধ্যম না থাকলে গণমাধ্যম বাঁচেনা। এটা পরিক্ষিত।
প্রতিদিন অনেক সাংবাদিক নিহত হচ্ছে। প্রতিনিয়ত সাংবাদিকদের হুমকি দেয়া হচ্ছে।
বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। কিন্তু তাঁর অসুস্থতার বিষয়টি সরকার আমলে নিচ্ছেন না বলেন মির্জা ফখরুল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া