adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবরাজ সিং ২০১৯ সালের আগে অবসর যাচ্ছেন না

স্পাের্টস ডেস্ক : ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালের জুনে। তবে, তার আশা আছে তিনি আবার টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন। তিনি ২০১৯ সালের আগে অবসরে যাওয়া নিয়ে ভাবতে চান না। ২০১৯ সালের পরই এসব বিষয় নিয়ে তিনি চিন্তা করবেন।

যুবরাজ সিং বলেছেন, ‘আমি ২০১৯ সাল পর্যন্ত খেলতে চাচ্ছি। এর মধ্যে আমি যে ধরনের সুযোগই পাই না কেন। একটি পর্যায়ে সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। আমি ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমি অবশ্যই ২০১৯ সালের পর সিদ্ধান্ত নিব।’

আগামী বছর ইংল্যান্ড ও ওয়েলসে আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হয়তো এই বিশ্বকাপের জন্যই অপেক্ষা করছেন যুবরাজ। ২০১১ সালের আইসিসি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন যুবরাজ সিং।

৩৬ বছর বয়সী যুজরাজ সিং এবারের আইপিএলে খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। তিনি ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট রান ১১ হাজার ৭৭৮। তিন ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ১৪৮টি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া