adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ে ফিলিপাইনে ২০০ জনের প্রাণহানি

PHILIPINEআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে এখন পর্যন্ত ২০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৬০ জন।

রােববার অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসি নিউজ জানায়, ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম মিন্দানাও দ্বীপে ঝড়টি আঘাত হানে। ঝড়ের কারণে ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে কয়েকটি শহর লণ্ডভণ্ড হয়ে গেছে এবং এখন পর্যন্ত ৭০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই দ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেমবিন মিন্দানাও দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে। এখানে দুই কোটি লোকের বাস। ঝড়টি ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে বয়ে যায় এবং এর প্রভাবে প্রবল বর্ষণ সৃষ্টি হয়। এর ফলে সপ্তাহান্তে অন্তত একটি পাহাড়ের পাদদেশের গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। তবে অব্যাহত ভারী বর্ষণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং রাস্তায় গাছপালা পড়ে থাকার উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

পুলিশ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে মিন্দানাও দ্বীপে উত্তরাঞ্চলে ১৩২ জনের মৃত্যু এবং ৭২ জন নিখোঁজ রয়েছেন। এছাড়াও জামবোঙ্গা উপদ্বীপে ৪৭ জনের প্রাণহানি এবং ৭২ জন নিখোঁজ রয়েছে। ৪০ হাজারের বেশি লোক আশ্রয় শিবিরে অবস্থান করছে।

রবিবার ভোরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেমবিন দক্ষিণ চীন সাগর থেকে অগ্রসর হয়ে আঘাত হানে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জানিয়েছে, ঝড়ের আঘাতের কারণে এখন পর্যন্ত মোট ৭০ হাজার লোক গৃহহীন অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। অব্যাহত ভারী বর্ষণের কারণে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে।

আইএফআরসি’র ফিলিপাইনস অপারেশন অ্যান্ড প্রোগ্রামস ম্যানেজার প্যাট্রিক ইলিওট এক বিবৃতিতে বলেন, ‘মানুষ তাদের ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে পালিয়ে গেছে।’

ফিলিপাইনে প্রতি বছর বেশ কয়েকটি বড় ধরনের ঝড় আঘাত হানে। তবে মিন্দানাওয়ে খুব একটা ঝড় দেখা যায় না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া