adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় সূর্যের চারপাশে ‘আশ্চর্য বলয়’, তোলপাড় (ভিডিও)

suninkolkaআন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় চলছে ভোট। এর মধ্যেই হঠাত সবার চোখ আকাশে উঠে গেল। রিগিং, ছাপ্পা এসব পরিভাষা ছাপিয়ে এখন গোটা শহরের একটাই কথা, সূর্য দেখলে? ঘরের ছাদ, অফিসের বারান্দা, সবাই এখন ব্যস্ত সূর্যকে চাক্ষুষ করতে। আর মুখে মুখে ফিরছে, সূর্যের হলোটা কী? চোখ ঝলসানো সূর্যের চারিদিকে রামধনুর বৃত্ত। সূর্যের চারপাশে রামধনু বলয়? দেখতে দারুণ লাগছে। দাবি করা হচ্ছে এটা আসলে প্রকৃতির বিরল দৃশ্য। যদিও এই নিয়ে বিজ্ঞানীরা এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে শহর কলকাতা এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে মাথা ঘামাতে নারাজ। সবার মন, সূর্যের চারিদিকে রামধনু বৃত্ত দেখতে। খবরের সঙ্গে সঙ্গে নানা গুজবও রটছে। ভোটের ভরা দিনে আমাদের ব্যস্ত নিউজ রুমে দর্শকদের ঘন ঘন ফোন, "দাদা, সূর্যের হলোটা কী?" সবার একটাই প্রশ্ন, এমন হচ্ছে কেন? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের বলয় দেখা গিয়েছে। যাকে বিজ্ঞানীরা ‘হালো’ (HALO) বলে উল্লেখ করে থাকেন। আলোকিত এই বলয়ের নাম সৌরবলয় বা পোলার হালো।

এদিকে আবহাওয়াবিদেরা বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য হিসেবেই। কলকাতা আবহাওয়া বিভাগের সহকারী পরিচালক মনোজ গুহ জানান,  আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। বরফের অবস্থানের জন্যই এই  বলয় তৈরি হয়। এই বলয় থাকার অর্থ ভবিষ্যতে বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা।

কিন্তু বিজ্ঞানের এত কথা শোনার সময় আমজনতার কই? এই ‘আশ্চর্য বলয়’ দেখা মাত্র ফেসবুক-হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোয়ার্ড হতে লাগল, ধ্বংসের দিন উপস্থিত। অনেকে এও বলছেন, তাহলে কি কলকাতার আকাশের ওপর কোনো ভিনগ্রহের যান এসে উপস্থিত?

https://www.youtube.com/watch?v=yX_50shqGck

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া