adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেগা গতির ইন্টারনেট নিয়ে র‍্যাংকসটেল

halimডেস্ক রিপাের্ট : সেকেন্ডে হাজার মেগাবাইট গতির ইন্টারনেট সেবা নিয়ে ফের ইন্টারনেট সেবা চালু করলো পিএসটিএন অপারেটর র‍্যাংকসটেল।

রবিবার (৮ জানুয়ারি) নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরুতে কেবল করপোরেট গ্রাহকদের জন্য এই সবা চালু করা হয়।

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভালো করবে এমন আশাবাদ ব্যক্ত করে ঢাকার একটি অভিজাত রেস্তোরায় এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতগতির ইন্টারনেট যেন শুধু কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। যেহেতু আমাদের দেশে রাজনৈতিক সরকার রয়েছে, তাই সরকারের চাওয়া সাধারণ জনগণ যেন এর সুফল ও সুবিধা পায়। তাই প্রত্যন্ত ও গ্রাম পর্যায়ে এই ইন্টারনেট সেবা বিস্তৃত হবে বলে আশা করি। হয়তো প্রথমদিকে কিছুটা সীমাবদ্ধতা থাকবে। কিন্তু তা সামলেই সামনে আগাতে হবে।’

এ সময় র‍্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আশেকুর রহমান বলেন, তারা আপাতত শুধু কর্পোরেট গ্রাহকদের জন্য এই সেবা নিয়ে আসছেন। তবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তা সাধারণ গ্রাহকদের জন্যও উন্মুক্ত করা হবে। র‍্যাংকসটেল ভয়েস, ডাটা ও ডিভাইস কানেক্টিভিটির দিক থেকে নতুন চমক দেখাতে চায় বলেও জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আমরা চাই সবাই সমান সুযোগ সুবিধা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করুক। দেশে যে হারে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে তাতে র‍্যাংকসেটল দ্রুতগতির ইন্টারনেট দিয়ে ভালো সুবিধা করতে পারবে। তবে বিটিআরসি চায় যে প্রতিষ্ঠানই আসুক না কেনো তাদের যথাযথ নীতিমালর মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে র‍্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক ও রেনকন এন্টারপ্রাইজের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী,ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া