adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যাল্ড

স্পোর্টস ডেস্ক : ১২০ মিনিটের হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে কোনো ফয়সালা হয়নি। কে উঠবে বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রশ্নের উত্তর পেতে দুই দলকে যেতে হলো টাইব্রেকারে। টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ নেদারল্যান্ডস পেলো গোলরক্ষকের কল্যাণে সেমিফাইনালের টিকিট। তারা ৪-৩ গোলে হারিয়ে দেয় কোস্টারিকাকে। 
শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও কোস্টারিকার মধ্যকার ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেক শুরুর মুহূর্তেই খেলাটা ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিল। পেনাল্টি শ্যূট আউটে কোস্টারিকা জিতলে বিশ্বকাপের চুরাশি বছরের ইতিহাসে তারাই প্রথম সেন্ট্রাল আমেরিকান দেশ হিসাবে সেমিফাইনাল যাবে। আর নেদারল্যান্ডস জিতলে বিশ্বকাপে তারা এই প্রথম টাইব্রেকারে সফল হবে।
চাপ সম্ভবত ডাচদের ওপরই বেশি ছিল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (১১৯) কোচ লুই ফান গল নিয়মিত গোলকিপার সিলেসেনকে বসিয়ে নিউকাসল ইউনাইটেডে খেলা টিম ক্রুলকে নামান (তার একটু আগেই নামিয়েছিলেন পেনাল্টি কিক মারিয়ে হিসাবে বিখ্যাত হুন্টেলারকে-ও)। যার নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে কুড়িটা পেনাল্টি কিক বাঁচানোর নজির আছে। এবং দ্বিতীয় স্পটকিকেই কোস্টারিকা অধিনায়ক ব্রায়ান রুইজের শট বাঁচিয়ে ক্রুল-ই নেদারল্যান্ডসের টাইব্রেকে ৪-৩ গোলে জয়ের মহানায়ক (পরে কোস্টারিকার শেষ পেনাল্টিও বাঁচান তিনি)।
কমলা জার্সিতে মাত্র ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেই! ব্রাজিলে শেষ চারের যুদ্ধে লিও মেসির সামনে রবেন-রবিন ফান পার্সিরা। যে ম্যাচটা নির্ধারিত নব্বই মিনিটেই ডাচদের অন্তত হাফডজন গোলে জেতা উচিত ছিল, সেটা রবেন-রবিন-কাউটের অসংখ্য মিস, দু’টো শট পোস্টে লাগা আর বিপক্ষ গোলকিপার নাভাসের তিনটে সেভে শেষমেশ টাইব্রেকে পার হতে হলো নেদারল্যান্ডসকে!
৮৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ডাচ অধিনায়ক ভ্যান পার্সি ৷ স্নেইডারের থ্রু ১০ ফুট দূর থেকে গোল ঠেলতে ব্যর্থ হন তিনি ৷ কোস্টারিকা গোলকিপার নাভাসের গ্লাভস এবং তেকাঠিতে আটকে ডাচদের ভাগ্য ! অতিরিক্ত সময়েও খুলল না গোলের মুখ ৷ সেমিতে আর্জেন্তনিরা প্রতিপক্ষ কারা হবে তা ঠিক হবে পেনাল্টি শুট-আউটে ৷
প্রথমার্ধ্বে লুই পিন্টোর দলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারলেন না লুই ভ্যান গলের ছেলেরা ৷ শুরুতেই দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলে ৷ কিন্তু, সময় যত গড়ায় খোলস ছেড়ে বের হন রবেন, স্নেইডার, ভ্যান পার্সিরা ৷ কিন্তু, কাজের কাজ হয়নি ৷ প্রথমার্ধ্বে গোলের মুখ খুলতে পারেনি কোনো দলই ৷ ডাচ আক্রমণ একা হাতেই প্রতিহত  করেন কোস্টারিকা গোলরক্ষক নাভাস। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া