adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হচ্ছে নারী ক্রিকেট?

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে নিয়ে গঠিত এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি ২০২২ সালে কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটকে অন্তর্ভুক্তির বিষয়ে কাজ শুরু করেছে।

ইংল্যান্ডের বার্মিংহ্যামে ২০২২ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৮ সালে সর্বশেষ কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। আবারও কমনওয়েলথে ক্রিকেট ফিরবে কি না, এ ব্যাপারে চলতি বছরই সিদ্ধান্ত হবে। অলিম্পিক ইভেন্ট হিসেবে আরচারি, শুটিং ও ভলিবলের মতো খেলাগুলোর সঙ্গে লড়াই করেই ক্রিকেটকে কমনওয়েলথ গেমসে জায়গা করে নিতে হবে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কমিটির প্রথম দিনের সভায় ওয়ার্ন বলেছেন, দুটি অসাধারণ বিশ্বকাপের পর নারী ক্রিকেটের জন্য এটি একটি অনেক বড় পদক্ষেপ হবে। ক্রিকেট বিশ্ব ও কমনওয়েলথ গেমস ফেডারেশনের ওপর এখন সবকিছু নির্ভর করছে। কীভাবে তারা ক্রিকেটকে সারা বিশ্বের সামনে একটি মাল্টিস্পোর্টস হিসেবে প্রতিষ্ঠিত করবে, সেটাই এখন গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুজি বেটস বলেছেন, ‘২০২২ সালে কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে তা ক্রিকেটের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে। নারী ক্রিকেটে নতুন সমর্থক টানার ক্ষেত্রে এটা একটি দারুণ সুযোগ। একই সঙ্গে কমনওয়েলথ গেমসের মতো এত বড় একটি ইভেন্টে অন্যান্য খেলার সঙ্গে ক্রিকেটও সমমর্যাদা পাবে।

সর্বশেষ ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। কুয়ালালামপুরের ফাইনালে ৫০ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল দক্ষিণ আফ্রিকা। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া