adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`আমার বন্ধুর সঙ্গে সকল বিরােধ মিটে গেছে’

নেইমারের সঙ্গে সমস্যা মিটে গেছে : কাভানিস্পাের্টস ডেস্ক : দ্বন্দ্ব, তিক্ততা আর নেই। সব ঝামেলা চুকে গিয়ে পিএসজির দুই তারকা নেইমার ও এডিনসন কাভানির মধ্যে বইছে বন্ধুত্বের সুবাতাস। স্বয়ং কাভানিই দাবি করেছেন এমনটা। পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড বলেছেন, ফ্রি কিক ও পেনাল্টি শট নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে তার যে ঝামেলা তৈরি হয়েছিল, তা মিটে গেছে। এক কথায় আমার বন্ধু নেইমারের সঙ্গে সকল বিরােধ আর সমস্যা মিটে গেছে। 

সমস্যা মিটে যাওয়ার কথা বলে, কাভানি নেইমারের একটা দাবিকে অবশ্য মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। দিন তিনেক আগে নেইমার দাবি করেছিলেন, কাভানির সঙ্গে তার কোনো রকম দ্বন্দ্ব-যুদ্ধ নেই। তাদের মধ্যে দ্বন্দ্বের যে গল্প ফঅদা হয়েছে, তা আসলে গণমাধ্যমের সৃষ্টি। কিন্তু কাভানির কথায় স্পষ্ট, ফ্রি কিক ও পেনাল্টি নেওয়া নিয়ে আসলেই তাদের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেটা এখন মিটে গেছে।
তাদের মধ্য দ্বন্দ্বটা যে মিটে গেছে, তার প্রমাণ মিলেছে পিএসজির গত দুটি ম্যাচেই। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করার পর নেইমার-কাভানি একে অন্যকে জড়িয়ে ধরে উদযাপন করেন। সর্বশেষ বোর্দের বিপক্ষে লিগ ম্যাচে সেটা আরও বেশী স্পষ্ট। সেদিন ফ্রি কিক ও পেনাল্টি দুটোই নিয়েছেন নেইমার। কাভানি তা নিয়ে টু-শব্দটি করেননি। বরং দুটোতেই গোলের পর নেইমারকে বুকে জড়িয়ে অভিনন্দন জানান।
৩০ বছর বয়সী কাভানি নেইমার কাণ্ড নিয়ে প্রথম মুখ খুলেন বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরই। সেবার অবশ্য ঝামেলা নিয়ে কিছু বলেননি। তবে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তাদের মধ্যে একটা ঝামেলা থাকলেও, মাঠে তার প্রভাব পড়বে না। মাঠে একটা পরিবার হয়ে খেলারই আহ্বান জানান তিনি। তার পরদিনই নেইমার দাবি করেন, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তা গণমাধ্যমের সৃষ্টি। কিন্তু কাভানি ব্রাজিলিয়ান তারকার সেই দাবিকে ‘ভুল’ প্রমাণ করে বললেন, ‘ফুটবল এমনটা ঘটতেই পারে। তবে কখনো কখনো তা অনেক বড় হয়ে দেখা দেয়। আমরা সবাই জানি, প্রকৃতপক্ষে যতটা ঘটে, তার চেয়ে অনেক বড় করে দেখানো হয়।’
এর সঙ্গে কাভানি আরও যোগ করেন, ‘ড্রেসিংরুমের সব ঝামেলাই মিটে গেছে। ড্রেসিংরুম এখন শান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা সবাই একই লক্ষ্যের জন্যই লড়াই করি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া