adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ কেজি মল চীনা যুবকের পেটে

চীনা যুবকের পেটে ১৩ কেজি মলআন্তর্জাতিক ডেস্ক : চীনে জন্মাবধি কোষ্ঠকাঠিন্যের রোগী ২২ বছরের এক ‌যুবকের পেট থেকে ১৩ কিলোগ্রাম পচা মল বের করলেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, বিরল একটি রোগের শিকার ওই ‌যুবক। ‌তার অন্ত্রের ভিতরের স্তরে স্নায়ুকোষ না থাকায় অন্ত্র সংকুচিত প্রসারিত হয় না। ফলে আর এগোতে পারে না খাদ্যবস্তু। এভাবেই খাবার জমে প্রকাণ্ড আকার ধারণ করে অন্ত্র। ‌যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘মেগাকোলোন’‍।

এমনকী এই উপসর্গ থেকে ‘সেপসিস’‍ এর মতো জটিলতা হতে পারে। ‌যার কারণে রক্তে দূষিত রাসায়নিক মিশে হতে পারে মৃত্যুও।

চীনের সাংহাইয়ের একটি হাসপাতালে ‌যে চিকিৎসকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়েছে সেই উইন লু জানিয়েছেন, গত ৮ জুন হয়েছে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের আগে ওই ‌যুবকের পেট এতটাই ফুলে গিয়েছিল ‌যে তাকে দেখে অন্তঃসত্ত্বা বলে মনে হত। ৩০ ইঞ্চি পেট কেটে বার করতে হয়েছে এই মলভর্তি অন্ত্রের অংশ। সূত্র: ইন্ডিয়া ডট কম। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া