adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা বেষ্টনীতে রাজধানী

gulsanডেস্ক রিপাের্ট : থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানী জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীতে মোতায়েন করা হয়েছে ১০ হাজারের অধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বিঘ্নে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারায় রাতে নির্দিষ্ট সময়ের পর সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, প্রতিটি মোড়ে নিয়োজিত করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেক পোস্ট। সন্ধ্যা ৬টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বহিরাগতদের ঠেকাতে ও নিরাপদে উৎসব উদযাপনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রমনা জোনের ডেপুটি কমিশনার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সজাগ অবস্থানে রয়েছি। বিশ্ববিদ্যালয়ে যাতে কোনও দুর্ঘটনা না হয়, সেজন্য যারা বাইরে থেকে প্রবেশ করছেন তাদের প্রত্যেককে তল্লাশি করে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশা করি কোনও সমস্যা হবে না।

এর আগে ঢাকা মেট্রোপলিটনের পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া এক সংবাদ সম্মেলনে নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কিছু নির্দেশনা দিয়েছেন। এগুলো সকল নাগরিককে মেনে চলার অনুরোধ জানান তিনি।

নির্দেশনাগুলো হল- রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় বা প্রকাশ্যে কোনও ধরণের উৎসব আয়োজন করা যাবে না। উন্মুক্ত স্থানে কোনও ধরণের অনুষ্ঠান করা যাবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের রাত ৮টার মধ্যে এলাকায় প্রবেশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনও ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। প্রবেশের সময় সবাইকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে হবে।
গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ও আমতলী ক্রসিং খোলা থাকবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে এ দু’টি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে।
সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যে সকল নাগরিক বসবাস করেন না, তাদেরকে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কেউ অবস্থান করতে পারবেন না। কোথাও আতশবাজি বা পটকা ফুটানো যাবে না। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে সন্ধ্যা ৬ টার পর কোনও বার খোলা রাখা যাবে না।

রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ বা প্রকাশ্যে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া