adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

trampআন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানীতে এ বিক্ষোভ হয়।

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে পরিবেশ গোষ্ঠী, জলবায়ু পরিবর্তন রোখার তৎপরতা জড়িত ব্যক্তিরা এবং মার্কিন ট্রেড ইউনিয়নগুলো সমবেত হয়েছেন। বিক্ষোভকারীরা ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

এদিকে, বিশ্ব জুড়ে ট্রাম্পের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের প্রধান মুখপাত্র একে গভীর হতাশাব্যাঞ্জক বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এ সিদ্ধান্তের দিনকে ‘বিশ্বের জন্য একটি দুঃখজনক দিবস’ হিসেবে অভিহিত করেছে।

চীন ও ভারতকে অযৌক্তিক সুবিধা দেয়া হয়েছে দাবি করে প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন ট্রাম্প।

প্যারিস চুক্তিতে বিশ্বের উষ্ণতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল যুক্তরাষ্ট্রসহ ১৮৭টি দেশ। এ চুক্তিতে শুধু সিরিয়া এবং নিকারগুয়া সই করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া