adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোবেল পেতে প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন গোলাম সমকাল সম্পাদক গােলাম সারওয়ার

ডেস্ক রিপাের্ট : দু’দিনের ভারত সফরের অর্জনগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি এ সফর নিয়ে লিখিত বক্তব্য দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নোত্তরপর্বে দাঁড়িয়ে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা মিডিয়া সরকারের মাদকবিরোধী এই অভিযান সমর্থন করি, একেবারে মনে প্রাণেই সমর্থন করি। মানবাধিকরের কিছু বিষয় লিখতে হয়, তাই লিখছি।

এসময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডি লিট ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোলাম সারওয়ার বলেন, আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। আর এখনই সময় এ নিয়ে কাজ করার। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর (গোলাম সারওয়ার) কথার মধ্যেই বলেন আমার নোবেল পুরস্কারের কোনো প্রয়োজন নেই। তখন গোলাম সারওয়ার বলেন, আপা (প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে) একটু বলি। এরপর তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেন, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে। এমনে এমনে কখনোই আপনি নোবেল পুরস্কার পাবেন না। এজন্য লবিস্টি নিয়োগ করার ব্যাপার থাকে, আরো কিছু প্রক্রিয়া আছে। গোলাম সারওয়ার বলেন, এখনই সময় এসব প্রক্রিয়া শুরু করার।

গোলাম সারওয়ার এর বক্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রক্রিয়া চালানোর আমার কোনও ইচ্ছা নাই। লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সামর্থ্য থাকলেও এসব আমি সমর্থন করি না। বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারলাম কিনা সেটাই বড় বিষয়। সমকাল সম্পাদকের পরামর্শের সময় গণভবনে হাস্যরসের সৃষ্টি হয়। অনেকটা বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়। -শীর্ষনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া