adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসের ‘রাজধানী’ রাক্কা দখলে অভিযানের প্রস্তুতি ফ্রান্সের

france_comandoআন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী শহর সিরিয়ার রাক্কা দখলে অভিযানে নামছে ফ্রান্স। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার৷ এদিকে ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলার দায় নিয়েছে আইএস৷ শুধু তাই নয়, শুক্রবার বাংলাদেশের রাজধানীতে আত্মঘাতী হামলার দায় নিয়েছে এই সংগঠনটি৷ 

সেই শহর পুনরুদ্ধারে বিশাল আক্রমণে যাবে সেনা জোট৷ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ ইভেস লে ড্রাইয়ান৷ তিনি বলেন, রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর। 
 
২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মোসুল পুনরুদ্ধারে চেষ্টা চলছে৷ গত বৃহস্পতিবার রাক্কায় বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সেনা। এতে নিহতের সংখ্যা বহু৷

সিরিয়ার রাক্কা দখল অভিযানের পাশাপাশি ইরাকের মোসুল দখলেও চলছে চূড়ান্ত অভিযান৷ আইএস প্রধান আবু বকর আল বাগদাদি এখনও অধরা৷ মোসুল শহর ছেড়ে এই জঙ্গি নেতা কোন গোপন ঘাঁটিতে লুকিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া