adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ-জেএসএস সংঘর্ষে উত্তপ্ত রাঙ্গামাটি – ১৪৪ ধারা জারি

image_113405_0ডেস্ক রিপোর্ট : শনিবার সকাল ৯টায় রাঙ্গামাটি শহরের হ্যাপীর মোড় এলাকায় মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ-সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন রাঙ্গামাটি শহরের ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।
পুলিশ জানায়, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাঙ্গামাটি মেডিকেল উদ্বোধনের প্রতিবাদে অবরোধ ডাকে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। অবরোধ চলাকালীন সময়ে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে সরকারদলীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা র‌্যালি নিয়ে মেডিকেল কলেজ এলাকায় যেতে থাকলে কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থান নেয়া অবরোধ সমর্থক পিসিপি’র নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়ে।
এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ অন্তত ২০ রাউন্ড গুলি চালানোর পাশাপাশি বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোতয়ালী থানার ওসি-সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা শহরের ইসলামী ব্যাংক-রূপালী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে।
এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে অবস্থান করেছে পুলিশ ও দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া