adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ও মাই গড’ আমি স্বর্ণ জিতেছি, বললেন কানাডার নারী সাতারু ম্যাকনেইল

স্পোর্টস ডেস্ক : সাঁতার শেষ করেই টাইমিং বোর্ডে দিলেন দৃষ্টি। বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। টোকিও অলিম্পিকসে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জিতে অস্ফুটেই মার্গারেট ম্যাকনেইল বলে উঠলেন ‘ও মাই গড’।

টাকিও অ্যাকুয়াটিস সেন্টারে সোমবার জমজমাট লড়াইয়ে ৫৫ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ম্যাকনেইল। চলতি আসরে এই প্রথম সোনার পদকের স্বাদ পেল কানাডাও।

চীনের ঝ্যাং উফেই (৫৫ দশমকি ৬৪ সেকেন্ড) পেয়েছেন রুপা। অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন (৫৫ দশমিক ৭২ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ। অলিম্পিকে এই প্রথম সোনার পদক জিতলেন ম্যাকনেইল। কানাডার এই ২১ বছর বয়সী সাঁতারু ২০১৯ সালে গোয়াঞ্জুর বিশ্বচ্যাম্পিয়নশিপ্সে ১০০ মিটার বাটারফ্লাইয়ে হয়েছিলেন সেরা।

এ ইভেন্টে অবশ্য বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ড অক্ষতই থাকল। ২০১৬ সালের রিও দে জেনইরো অলিম্পিকে ৫৫ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ড গড়েছিলেন সুইডেনের সারা সুস্ট্রোম। – বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া