adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার নিউজিল্যান্ড হারলে বাংলাদেশ সিরিজ জিততে পারে

BDক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। মাশরাফিরা একটু সচেতন হলে এই সিরিজ জেতা খুব একটা কষ্টের হবে না। পরিসংখ্যান কিন্তু তা-ই বলছে।
এই সিরিজে এখন ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। আর আট পয়েন্ট নিয়ে শীর্ষে  নিউজিল্যান্ড। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে স্বাগতিক আয়ারল্যান্ড।
সিরিজে বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি আছে নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু নিউজিল্যান্ডের বাকি আছে দুইটি ম্যাচ। আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে কিউইরা। এই ম্যাচে যদি আইরিশরা নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আশা তৈরি হবে, সেখানে ২৪মে নিউজিল্যান্ডকে হারালেই সিরিজ উঠবে মাশরাফিদের হাতে। কিন্তু রোববার আয়ারল্যান্ডকে হারিয়ে দিলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে নিউজিল্যান্ড।

গত ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সে কারণে দুই দলকেই পয়েন্ট ভাগ করে দেয়া হয়। 
ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিল

দল                ম্যাচ     পয়েন্ট    নেট রান রেট

নিউজিল্যান্ড      ২           ৮           +০.৬৬০

বাংলাদেশ         ৩           ৬           +১.১৮৬

আয়ারল্যান্ড      ৩           ২             -১.৯১৪
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া