adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খেলোয়াড়ের বুকে পিস্তল ঠেকিয়ে চুক্তি বাতিল করলো ক্লাব

PISTOLস্পোর্টস ডেস্ক : ফর্মে থাকলে সবাই দলে পেতে চায়। কিন্তু বাজে খেললে কোনো দলই সেই খেলোয়াড়কে দলে রাখতে চায় না। এটাই পেশাদার ফুটবলের চরম বাস্তবতা। তবে ক্লিফটন মিহেসোর সঙ্গে যেটা ঘটেছে, তা রীতিমতো ফৌজধারী অপরাধ। কেনিয়ান এই ফুটবলারকে পিস্তল ঠেকিয়ে চুক্তি বাতিল করেছে তার ক্লাব। কেনিয়ার ২৪ বছর বয়সী এই ফুটবলার চুক্তিবদ্ধ ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্লাব গোল্ডেন অ্যারোসের সঙ্গে। কিন্তু গোল্ডেন অ্যারোস তাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে বাধ্য করে চুক্তি বাতিল করতে। বিস্ময়কর এই ঘটনা অবশ্য ঘটেছে গত ১৪ জানুয়ারি। এতোদিন পর তা আলোতে এসেছে মিহেসো ফিফার কাছে অভিযোগ করায়। মিহেসোর আইনজীবী ফিফার কাছে অভিয়োগ করেছেন, তার মক্কেলকে বাধ্য করা হয়েছিল চুক্তি বাতিল করতে রিাজি হতে। মিহেসো বলেছেন, ক্লাবের প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতেই গিয়েছিলেন তিনি। কিন্তু দুজন পিস্তলধারী তাকে হুমকি দিয়ে চুক্তি বাতিলে বাধ্য করে। ঘটনার ৮টি দিন পর ২২ জানুয়ারি দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোশিয়েশনের সঙ্গে বৈঠক করতে দক্ষিণ আফ্রিকা যান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। সুযোগ বুঝে মিহেসোরে পক্ষ হয়ে দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোশিয়েশন ভবনের সামনে প্লে-কার্ড হাতে বিক্ষোভ করেন দেশটির ফুটবলার্স ইউনিয়ন। তার এক প্লে-কার্ডে লেখা ছিল ‘মিহোসোর জন্য ন্যায় বিচার করো।’ আরেকটা প্লে-কার্ডে লেখা ছিল, ‘ফুটবলারকে সম্মান কর।’ কিন্তু তাদের সেই দাবি তখন কানেই তুলেননি ফিফা সভাপতি।
কেনিয়া জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলা মিহেসো ফিফার কাছে অভিযোগ করার সময় তার পাওনা ২২ হাজার ডলার আদায়ের আবেদনও করেছেন। সঙ্গে গোল্ডেন অ্যারোর উপযুক্ত শাস্তি দাবি করেছেন। ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া