adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী টেস্ট খেলতে নামছেন মিসবাহ-ইউনিস

MESBAHস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বুধবার মাঠে নামছে পাকিস্তান। তবে এই টেস্টে পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মিসবাহ উল হক ও ইউনিস খানের দিকে। কেননা, এই টেস্টের মধ্য দিয়েই নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান।

শুধু ব্যক্তিগত অর্জন নয় দলীয় সাফল্যেও বিদায়টাকে স্মরণীয় করে রাখার সুযোগ বর্ষীয়ান দুই ব্যাটসম্যানের সামনে। কারণ, ক্যারিবিয়ানদের মাটিতে কখনোই টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এই টেস্টটি জিততে পারলেই ৬০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে পাকিস্তানের। ডমিনিকার উইন্ডসর পার্কে ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

প্রসঙ্গত, জ্যামাইকায় সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের সহজ জয়ের পর দ্বিতীয় টেস্টে উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় মিসবাহর দল। সিরিজে ১-১ সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ।

সম্ভাব্য একাদশ:
পাকিস্তান: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, ইউনিস খান, মিসবাহ উল হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ।
ওয়েস্ট ইন্ডিজ: কাইরন পাওয়েল, ক্রেইগ ব্রাফেট, শিমরন হেটমেয়ার, শাই হোপ (উইকেটরক্ষক), রোস্টন চেজ, বিশাল সিং, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া