adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মন চাইলে আমি গরুর মাংস খাব’

photo-1453521015আন্তর্জাতিক ডেস্ক : ভারতের টেলিভিশন এনডিটিভির জনপ্রিয় উপস্থাপক বরখা দত্ত বলেছেন, মন চাইলে তিনি গরুর মাংস খাবেন। 

গতকাল শুক্রবার জয়পুর সাহিত্য উতসবে (জেএলএফ) হিন্দুস্থান টাইমস সেশনে তিনি এ কথা বলেন। 

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, ভারতের লেখক শোভা দের একটি বইয়ের ওপর আলোচনা করতে গিয়ে বরখা দত্ত বলেন, তিনি মনে করেন না, গরু নিয়ে রাজনীতির কারণে আগামীতে মোদি হারবে। কারণ তাঁর বিকল্প কেউ নেই। 

শোভা দের এক প্রশ্নের জবাবে বরখা বলেন, মোদির বিকল্প নয় রাহুল গান্ধী।

‘অরবিন্দ কেজরিওয়াল তা-ই, যা রাহুল গান্ধী হতে চেয়েছিলেন। কিন্তু রাহুলের সেই সাহস নেই’, বলেন বরখা দত্ত। 

এনডিটিভির ওই উপস্থাপক বলেন, ‘মন চাইলে আমি গরুর মাংস খাব এবং এ জন্য আমাকে হত্যা করা উচিত নয়।’

বরখা দত্ত বলেন, বলিউড অভিনেতা শাহরুখ খান অসহিষ্ণুতা নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করায় তিনি ‘হতাশ’।

‘আমি মনে করি, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শাহরুখ খানসহ অনেকের হারানোর কিছু নেই। তাই তাঁদের ঝুঁকি নেওয়া এবং সমালোচনা মোকাবিলা করা উচিত’, বলেন বরখা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া