adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে আইন মন্ত্রী – আদালতে বিচারাধীন ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি মামলা

ডেস্ক রিপোর্ট : বর্তমানে দেশের উচ্চ ও নিম্ন আদালতে সর্বমোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। এর মধ্যে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ৬৭ টি। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফৌজদারি বিচার ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বর্তমান সরকার মামলার জট কমানোকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিরলসভাবে কারে যাচ্ছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৫৭১ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে এবং এরইমধ্যে সারাদেশে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে পর্যাপ্ত পরিমাণ বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হয়েছে। এ ছাড়া ১২তম জুডিসিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে আরো ৪১টি ট্রাইবুন্যাল সৃজন করেছে। নতুন সৃজতি এ ট্রাইব্যুনালসহ মোট ৯৫টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধীন দায়েরকৃত মামলাসমূহ নিষ্পত্তি করা হচ্ছে। এ ছাড়া ৭টি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর অধীন দায়েরকৃত মামলা নিষ্পত্তি করা হচ্ছে। এসব ট্রাইব্যুনালসমূহের জন্য ২৪০টি সহায়ক কর্মচারীর পদও সৃজন করা হয়েছে।’

দ্রুত বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে অন্যতম একটি প্রতিবন্ধকতা হচ্ছে এজলাস সংকট উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এজলাস স্বল্পতা দূর করে সর্বোচ্চ কর্মঘণ্টা ব্যবহার কওে বিচার কাজে গতিশীলতা আনয়নে সরকার কাজ করে যাচ্ছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া