adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ জিততে সবাইকে পাশে চান তামিম

TAMIMস্পাের্টস ডেস্ক : প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করতে হলে সতীর্থ সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তামিম ইকবাল। আগের ম্যাচে তিন বিভাগে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করেছে। দ্বিতীয় ম্যাচে এই ধারা অব্যাহত রাখতে পারলে ডাম্বুলাতেই সিরিজ জয় সম্ভব মনে করেন বাংলাদেশের এ ওপেনার।

প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের আশা করছেন তামিম, ‘এই সিরিজটা আমাদের জেতা গুরুত্বপূর্ণ। আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিততে পারলে অবশ্যই ভালো কিছু হবে। আমরা দল হিসেবে খেলতে পারলে ডাম্বুলাতেই এটা সম্ভব।’

এই ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে সবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে মনে করেন তামিম, ‘এ ম্যাচে সবার সম্পৃক্ততার প্রয়োজন পড়বে। প্রথম ম্যাচের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে সামনের ম্যাচে।’

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই লঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ। এমন বাংলাদেশকে দেখে অভিভূত তামিম, ‘দল হিসেবে আমার কাছে মনে হয় অসাধারণ, আপনি যদি ফিল্ডিং দেখেন, সব খেলোয়াড়দের সম্পৃক্ততা দেখেন। মাশরাফি ভাই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, উনার ফিল্ডিংয়ে প্রচেষ্টাটা যদি দেখেন এটা আমার কাছে মনে হয় দুর্দান্ত একটি ব্যাপার। আমি সব সময় বলে আসছি, আমরা হয়তো সব ম্যাচ জিততে পারব না। কিন্তু এই প্রচেষ্টা যদি থাকে তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়। সবার সম্পৃক্ত থাকার যে ব্যাপারটি আমরা শুরু করেছি, এটা যেন ধরে রাখতে পারি। তাহলেই আমাদের জয়ের সংখ্যা বৃদ্ধি পাবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া