adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের ভাতা হচ্ছে ১০ হাজার টাকা

news_imgডেস্ক রিপোর্ট : আগামী জুলাই মাস থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন মন্ত্রী। মোজাম্মেল হক বলেন, ‘পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের জন্য আমরা মুক্তিযুদ্ধে যাইনি। এ দেশ স্বাধীন করা হয়েছিল দেশের মাটি ও মানুষের মুক্তির জন্য। কিন্তু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমাদের জাতির জনককে স্বপরিবারে হত্যা ও ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে জেলে হত্যা করে এ স্বাধীন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল একটি বিশেষ চক্র।’

তিনি বলেন, ‘একই মডেলে মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে, যাতে ১শত বছর পরও মানুষ দেখে চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। আবাসনের জন্য মুক্তিযোদ্ধা পল্লী করে প্রত্যেক ইউনিয়নে বহুতল বিশিষ্ট ভবন করে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের দেয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না সে সব প্রতিষ্ঠান তালা লাগিয়ে দেয়া হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশ এছাড়াও বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. এম আমান উল্যাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহিত উল আলম, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা.এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনোয়ার হোসন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেএম আবুল হোসেন খান মিলন, নাজমুল আহসান ও সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া