adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেই কেন পার্স বহন করেন রানী এলিজাবেথ

RANIআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রকাশ্যে সবসময় তার পার্স বহন করেন। রাজকীয় জীবনীকার স্যালি বিডেল স্মিথের মতে, রানী তার হ্যান্ডব্যাগে সবসময় একটি আয়না, একটি লিপস্টিক, একটি কলম, বিভিন্ন টাকশাল, এবং তার পড়ার জন্য চশমা বহন করে থাকেন। রবিবারে গির্জার অনুদানের জন্য তিনি কাগজগুলোও সঙ্গে নেন।

রানী তার এই পার্সের মাধ্যমে সামাজিক অনুষ্ঠান ছেড়ে যাওয়ায় নানা ধরনের সংকেতও প্রদান করে থাকেন। যা তার স্টাফরা বুঝতে পারেন। যেমন, কারও সঙ্গে কথা বলার সময় রানী যখন তার ব্যাগ এক হাত থেকে অন্য হাতে নেন, তখন সভাসদরা এটা বুঝে নেয় যে তিনি এই বিশেষ আলোচনা শেষ করার জন্য প্রস্তুত। সবকিছু এত সূক্ষ্ম যে, আপনি তা কোনোভাবে বুঝতে পারবেন না। যেমন রানীর এই সংকেত দেখে কেউ একজন আপনার কাছে এসে বলবে যে, 'স্যার, অমুক আপনার সঙ্গে কথা বলতে পারলে খুশি হবে। ' এই কৌশলে আপনাকে সরিয়ে নেবে।

রানী যদি ডিনার টেবিলের ওপর তার পার্স রাখেন, তাহলে সে বর্তমান বিষয় নিয়ে আলোচনা আগামী পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে চান। রানী তার পার্স ফ্লোরে রাখার মাধ্যমে বুঝায় যে, সে আলাপচারিতায় কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া