adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার উদ্দেশ্যে লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক : পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদী অভিমুখে লংমার্চ শুরু  করেছে বিএনপি।
মঙ্গলবার সকাল নয়টার দিকে স্বাগত বক্তব্য দেয়ার মাধ্যমে  রাজধানীর উত্তরা মোড়ের আমির কমপ্লেক্সের সামনে থেকে এ লংমার্চের উদ্বোধন ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ভোর থেকেই লংমার্চে যোগ দিতে উত্তরা মোড়ের আমির কমপ্লেক্সের সামনে জড়ো হয় দলের নেতাকর্মীরা।
এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
সকাল ৮টায় বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে লংমার্চ  শুরু হওয়ার কথা থাকলেও কর্মদিবস হওয়ায় এবং বিমানবন্দর গোলচত্বর ব্যস্ততম এলাকা হওয়ায় জনদুর্ভোগ এড়াতে জমায়েতস্থল উত্তরা মোড় নির্ধারণ করা হয়।
সোমবার বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, লংমার্চ ঢাকার বিমানবন্দর থেকে শুরু হয়ে রংপুর পৌঁছানো পর্যন্ত সাতটি সভা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পথসভা  কালিয়াকৈরে সাড়ে নয়টায়, টাঙ্গাইল বাইপাস মোড়ে সাড়ে ১১টায়, সিরাজগঞ্জের কড্ডার মোড় সাড়ে বারোটায়, বগুড়া মাটিডালি আড়াইটায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাড়ে ৩টায় ও পলাশ বাড়িতে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
এর পর লংমার্চ রংপুর শহরে পৌঁছাবে। পরদিন বুধবার তিস্তা ব্যারেজের ডালিয়া অভিমুখে লংমার্চ শুরুর আগে সকাল নয়টায় পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা শেষে বেলা ১১টায় ডালিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হবে। রংপুরের পথসভার স্থান পরে জানানো হবে বলেও জানান রিজভী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া