adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১২ ভেন্টিলেটর এলাে

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত রোগীদের জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসী পাঁচ জন চিকিৎসকের সহায়তায় পাঠানো ৩১২টি ভেন্টিলেটর দেশে পৌঁছেছে।

ভেন্টিলেটরগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ মডেলের একটি বিমান দোহা থেকে শুক্রবার দিনগত রাত ৩টা ৩৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ।

ডা. আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, আমেরিকা প্রবাসী চিকিৎসক জিয়া উদ্দিন আহমেদ সাদেক, মাসুদুল হাসান, চৌধুরী এইচ আহসান, চৌধুরী মাহমুদুস শাওন বাপ্পী এবং কানাডা প্রবাসী চিকিৎসক আরিফুর রহমান এসব ভেন্টিলেটর সংগ্রহ করেছেন।

তিনি বলেন, ভেন্টিলেটরগুলো এখন যত তাড়াতাড়ি সম্ভব ডিজি হেলথের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে।

এবিএম আবদুল্লাহ জানান, এই চিকিৎসকরা এর আগেও ২৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছিলেন দেশে। দুই চালানে মোট ৫৬২টি ভেন্টিলেটর এসেছে দেশে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া