adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপ জমিয়ে দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ২৫ বছরের দ্বৈরথে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পাল্লটাই ভারী। বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাৎ। এখানেও জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের সরণিতে লাল-সবুজের দেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি টাইগারদের দ্বিতীয় জয়। নেদারল্যান্ডসসের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরে যান সাকিবরা। এই হারের পর বিশ্বকাপে টিকে থাকতে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিলো না সাকিবদের সামনে। টাইগাররা সেটাই করলেন। জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিলেন তারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি টাইগারদের। ১০ রানের মধ্যেই ওপেনার সৌম্য সরকার ফেরেন প্যাভিলিয়নে। রানের খাতাও খুলতে পারেননি তিনি। তবে সৌম্য চূড়ান্ত হতাশ করলেও আরেক ওপেনার শান্ত নিজের নামের মতোই শান্ত-শীতল মানসিকতায় ইনিংসের হাল ধরেন। একে একে লিটন দাস (১৪), শাকিব (২৩), আফিফ হোসেনদের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে সম্মানজনক রানে পৌঁছে দেন শান্ত। ৫৫ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শান্তর সেই ইনিংসই বাংলাদেশকে ৭ উইকেটে দেড়শো রানে পৌঁছে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরও। তাদের প্রথম তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৩৫ রানে। সেখান থেকে ইনিংসের হাল ধরেন সিন উইলিয়ামস। কার্যত এক হাতে হাতে সিকান্দার রাজাদের লড়াইয়ে ফেরান তিনি। শেষদিকে তাকে কিছুটা সঙ্গ দেন রায়ান বার্ল। এই দুই ব্যাটারের লড়াইয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ দু’ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ২৬ রান। ১৯ নম্বর ওভারে সাকিব দেন ১০ রান। শেষ ওভারে ১৬ রান দরকার ছিলো। কিন্তু টানটান লড়াইয়ের শেষ হাসি হাসলো টাইগাররাই। শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রাখেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ জেতে ৩ রানে। শেষ ওভারে নো বল পেলেও জিম্ববুয়ে ব্যাটাররা ম্যাচ বের করতে পারেননি।

এই জয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলে উঠে এল দু’নম্বরে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৩। জিম্বাবুয়েরও ৩ ম্যাচে সংগ্রহ ৩ পয়েন্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া