adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনার বললেন – কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার হতে পারে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশ আসন নয়, অল্প কিছু আসন বা কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বলেছেন, ‘সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আইনি ভিত্তি পেলে রাজনৈতিক মহলসহ অংশীজনের সমর্থন নিয়ে তিনশ সংসদীয় আসনের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে কিছু আসন বা কেন্দ্র বাছাই করে ইভিএমে ভোটগ্রহণ হবে।’

সোমবার নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ইভিএম নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন সিইসি নূরুল হুদা। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

‘ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। এটি চাপিয়ে দেয়ার বিষয়ও না’, নেপাল সফর শেষে রবিবার সংবাদ সম্মেলনে ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর সিইসির কাছ থেকে এ বক্তব্য এল।

সিইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার শুরু হয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নির্ভর করবে আইনকানুন, প্রশিক্ষণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থনের উপর।’

তবে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন এখন প্রস্তুতির পর্যায়ে রয়েছে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘এখন এটা আইন মন্ত্রণালয়ের অনুমোদনের ব্যাপার। ইভিএম ব্যবহার হবে কি-না সেটা আইন মন্ত্রণালয় ও মন্ত্রিসভায় আলোচনা হবে।’

‘জাতীয় সংসদে যদি আইন পাস হয়, তখন আমাদের প্রশিক্ষিত লোকজন যদি সক্ষম হয় এবং জনগণের কাছে যদি গ্রহণযোগ্য হয় তাহলে যতটুকু পারব ততটুকু জায়গায় ইভিএম ব্যবহার করব।’

‘এখন তো আমরা অনেক পিছনের পর্যায়ে রয়েছি। আইন কেবলমাত্র যাবে সরকারের কাছে, তারপরে কতগুলা ধাপ আছে। কেবিনেটে, পার্লামেন্টে যাবে। আমাদের যারা প্রশিক্ষিত লোক আছেন, তাদের সক্ষমতা অর্জন হয় এবং আমরা যে মেশিনপত্র প্রদর্শন করব, সেগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়, তখন যতখানি আমরা পারব, (ইভিএম) ব্যবহার করব। সেটা তো অনেক দূরের কথা। এখন পর্যন্ত প্রস্তুতিমূলক অবস্থানে আমরা রয়েছি।’

‘সরকার আইন করে দিলে র‌্যানডমলি ব্যবহার করা হবে’

নির্বাচন কমিশন নির্ভুল ভাবে নির্বাচন পরিচলনা করার জন্য ইভিএম ব্যবহার করা প্রয়োজন মনে করেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘সরকার আইন প্রনয়ণ করলে র‌্যানডমলি (অবিরত) ব্যবহার করবো আমরা। তবে জাতীয় নির্বাচনে ইচ্ছে মতো ইভিএম দেবো না। তিনশ আসনে যদি ২৫টি ( ইভিএম) দিই, সেটা র‌্যানডমলি দেওয়া হবে। আমাদের নিজস্ব পছন্দ-অপছন্দ যেন প্রতিফলিত না হয়, সেজন্য র‌্যানডমলি হবে এটা।’

যে কোনও উদ্যোগ নিয়ে প্রথমে কিছুটা উৎকন্ঠা থাকবেই, মন্তব্য করে কে এম নূরুল হুদা বলেন, ‘এটাকে ইতিবাচক হিসেবে মনে করি। যারা ভোট নিয়ে নির্বাচন করবে (রাজনৈতিক দাল), তাদের সমর্থকরা সঠিকভাবে জানতে চাইবে। জনগন জানতে চাইবে, তাদের টাকার অপচয় হয় কিনা…এটা অবশ্যই জানতে চাইবে।’

‘ইভিএম প্রকল্প যেটা নেয়া হয়েছে, এর টাকার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে আসবে না। আমাদের কাছে (ইভিএম কেনার) তহবিলই আসবে না। আমরা এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের কাছে আলাদাভাবে কথা বলেছি।’

তহবিলের আর্থিক বিষয় নির্বাচন কমিশন দেখবে না জানিয়ে সিইসি বলেন, ‘সেটা সকারের অন্য কোনও সংস্থা দেখেবে।’

প্রত্যন্ত অঞ্চলে নির্বাচন সামগ্রী পরিবহণ নিয়ে আক্ষেপ সিইসির

প্রযুক্তি এখন আর বাক্সের মধ্যে বন্দি নেই মন্তব্য করে সিইসি বলেন, ‘তথ্য-প্রযুক্তির অত্যন্ত উন্নত স্থানে আমরা পৌঁছে গেছি। প্রযুক্তি এখন মানুষের হাতে হাতে, মানুষের মনে মনে, মানুষের চিন্তার মধ্যে প্রবেশ করেছে। এটা একটা এখন ভালো দিক। তবে দুর্ভাগ্যজনক হলো- (আমরা) নির্বাচন কমিশন এখনো সেই ধানি ব্যাগ, সেই ঘোড়ার গাড়ি অথবা রিকশা, ভ্যানে করে, এর মধ্যে নির্বাচনের সামগ্রী ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে বহন করে নিয়ে যেতে হয়। সারারাত পাহারা দিতে হয়, কখন কে আবার এসব বাক্সের মধ্যে ব্যালট পেপার ছিনতাই করে বাক্সে ভোট ঢুকিয়ে দিবে, এসব নিয়ে চিন্তা করতে হয়।’

‘একসময় রেডিও ছিল, তারপরে ট্রানজিস্টর এলো, তারপরে টেলিভিশন আসল। টেলিভিশন এখন হাতে হাতে চলে এসেছে। এটা একটা অবস্থান থেকে উত্তরণ। ২০১০ সালে যখন ইভিএম শুরু হয়, তখন একটা অবস্থান ছিল, সেটা ভুল-ত্রুটি কিছু ছিল। এখন অনেক উন্নততর প্রযুক্তি আমরা এখানে এনেছি।’

নির্বাচন কমিশন ইভিএম নিঢে যখন মেলাগুলো আয়োজন করা হবে, তখন এগুলো সবার জন্য বিস্তারিত ব্যাখ্যা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে ৩০ আগস্ট বিএনপি এবং একজন নির্বাচন কমিশনারের প্রবল আপত্তির মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার।

সেসময় সিইসি বলেন, ‘ইভিএম বিষয়টি অন্তর্ভুক্ত করে আরপিও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। অল্প কয়েকদিনের মধ্যে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে পরবর্তী প্রক্রিয়া শেষে সংসদে উপস্থাপন করা হতে পারে।’

ইভিএমের ব্যাপারে আপত্তি জানিয়ে বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি এ ব্যাপারে একটি ‘নোট অব ডিসেন্ট’ দেন। এতে ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলের পরামর্শ নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অধিকতর আলোচনা ও সমঝোতার প্রয়োজন ছিল।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া