adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই বেয়াইয়ের অবশেষে ফাঁড়া কাটছে

ডেস্ক রিপোর্ট : অভিযোগ থেকে অব্যাহতি পাচ্ছেন গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও ২ আসন থেকে  বেসরকারিভাবে নির্বাচিত ক্ষমতাসীন দলের দুই প্রার্থী শেখ আফিল উদ্দীন ও মনিরুল ইসলাম। ফলে তাদেরকে সরকারিভাবে বিজয়ী (গেজেট প্রকাশ) ঘোষণা করতে আর কোনো বাধা থাকছে না।আজ রোববার আফিল ও মনিরুলকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করবে বলে সূত্র নিশ্চিত করেছে।জানা যায়, গত ১ জানুয়ারি যশোরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহীন-উল কবীর আওয়ামী লীগের এ দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে কমিশন তাদের গেজেট প্রকাশ স্থগিত রাখে। পরে বিষয়টি নিয়ে তারা আদালতের শরণাপন্ন হয়ে একটি রিট করেন। আদালত শুনানি শেষে বিষয়টি নিষ্পতির জন্য ইসিকে দায়িত্ব দেয়।নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার তাদের বক্তব্য শোনে নির্বাচন কমিশন। ওইদিন শুনাতি তারা বলেন, আমরা কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি। তারপরও নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি. তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। এরপর কমিশন তাদের বক্তব্য আর না শুনে ৩০ মার্চ রায়ের দিন ধার্য করে।এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে ইসি। বৈঠকে তাদের অব্যাহতি  দেয়ার বিষটি চূড়ান্ত হয়েছে। আজ  রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। ইতোমধ্যে রায়ের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এরপরই যতদ্রুত সম্ভব নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করে  গেজেট প্রকাশ করবে।তবে গত ৩ জানুয়ারির অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠায়। সেখানে বলা হয়, দুই প্রার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া  গেছে।প্রতিবেদন অনুযায়ী কমিশন ৭ জানুয়ারি এ দুই প্রার্থীর সদস্যপদ  কেন বাতিল করা হবে না এ মর্মে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলে। তারা ১৫ জানুয়ারি অভিযোগ অস্বীকার করে কারণ দর্শায়।পরে ২১ জানুয়ারি কমিশন শুনানির দিন ধার্য করেন। কিন্তু শুনানিতে অংশ নেয়ার আগেই তারা হাইকোর্টে রিট করেন। শুনানির দিন থাকলেও কমিশন অভিযুক্তদের বক্তব্য শোনেনি। ওইদিন নির্বাচন কমিশন  জানায়, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তাদের শুনানি করা হয়নি।প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেখ আফিল এমপি যশোর- আসনের প্রার্থী ও তার বেয়াই মনিরুল ইসলামের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময়কালে বলেছিলেন, প্রতিটি কেন্দ্রে আমার উপজেলা থেকে ১০০ নির্ভীক কর্মী উপস্থিত থাকবে। তারা ভোট দিয়ে আবার লাইনে এসে দাঁড়াবে এবং বার বার  ভোট দেবে। এভাবে সারাদিন তারা  ভোট দিয়ে যাবে। প্রশাসনের  কোনো ভয় নেই, সেটা আমি (আফিল উদ্দিন) দেখবো।এ ঘটনার পর গত ১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের পক্ষে মো. শাহীন-উল কবীর আওয়ামী লীগের এ দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া