adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক দশক ধরে জেলে বন্দী তিনজনের জামিন

high_court_40717_1488185851নিজস্ব প্রতিবেদক : এক দশকেরও বেশি সময় ধরে বিচারাধীন পৃথক মামলায় ৩ কারাবন্দীকে জামিন দিয়েছেন আদালত। তিন মাসের মধ্যে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিচারকাজ শেষ করারও নির্দেশ দেয়া হয়েছে। এসময়ের ওই কারাবন্দীরা জামিনে থাকবেন।
 
২৭ ফেব্রুয়ারি সোমবার বিচারপতি একেএম আব্দুল হাকিম ও এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
জামিন পাওয়া তিনজন হলেন মো. দানা মিয়া, আসাদুল ওরফে আছা ও সাজু মিয়া। এদের মধ্যে ২০০৬ সালের ১৪ ডিসেম্বর থেকে মো. দানা মিয়া সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ওই বছরের ৯ এপ্রিল থেকে একটি হত্যা মামলায় আসাদুল ছিলেন সাতক্ষীরা জেলা কারাগারে। একই বছরের ৩১ অক্টোবর থেকে হত্যা মামলায় সাজু মিয়া নরসিংদী জেলা কারাগারে বন্দী রয়েছেন।
 
গত ১৪ ফেব্রুয়ারি বিচার শেষ না হওয়া পৃথক মামলায় ঢাকা, সিলেট ও সাতক্ষীরার বিভিন্ন কারাগারে আট বন্দীর দীর্ঘদিন ধরে থাকার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
 
পরদিন শুনানি নিয়ে আদালত আট বন্দীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। মামলার নথি তলবের পাশাপাশি এই আটজনকে ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজিরেরও নির্দেশ দেয়া হয়।
 
সোমবার সাতজনকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
 
পরে তিনজনকে জামিন দেন আদালত। অন্যদের ক্ষেত্রে আদালত পৃথক নির্দেশনা দিয়েছেন।
 
এদের মধ্যে সাব্বির আহমেদ নামের একজনের নথি আসেনি। মো. জালাল ও অসীম হালদার নামের দু'জন মানসিকভাবে অসুস্থ বলে তথ্য রয়েছে। তাদের অভিভাবকদের সঙ্গে লিগ্যাল এইড অফিসকে যোগাযোগ করতে বলেছেন আদালত।
 
এছাড়া ১৯ জানুয়ারি মো. তকদীর মিয়া নামের একজন জামিন পেয়েছেন। আর ১৪ ফেব্রুয়ারি সাইফুল আলম নামের একজনের সাজা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া